আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ৬ ডিসেম্বর অর্থাৎ আজ, জিডি বিড়লা সভাঘরে ‘মাই নেম ইজ জান’। আর কিছু সংখ্যক আসন পড়ে রয়েছে। অনলাইনে টিকিট মিলছে এখনও। অফলাইনেও মিলবে। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সকলের উদ্দেশ্যে অর্পিতা জানিয়েছিলেন তাঁর এই নাটকের কথা। কারণ অনেকেই ‘মাই নেম ইজ জান’ দেখার অনুরোধ রেখেছিলেন। কবে নিজের শহরে টিম অর্পিতা নজর কাড়বেন অপেক্ষায় দিন গুনছিলেন অনেকেই। অবশেষে অপেক্ষার পালা শেষ।
গওহর জানের জীবনকে ভিত্তি করে নাটক ‘মাই নেম ইজ জান’। পটভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়। উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এই নাটক ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলেও। শুধু মুম্বই নয়, কলকাতা-সহ একাধিক শহরে এবার মন কাড়তে চলেছে অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মাই নেম ইজ জান’।
এই নাটকের উপস্থাপনা অন্যান্য নাটকের থেকে অনেকাংশেই ভিন্ন। ‘মাই নেম ইজ জান’ গোটা বিশ্বের দরবারে দর্শকদের মন জয় করছে। নাচ, গান, অভিনয়, সূত্রধর, সবটাই একা হাতে যেভাবে সামলাচ্ছেন অর্পিতা, তা সত্যি প্রশংসার। দর্শক আসনে প্রায় ২ ঘন্টা সকলকে বসিয়ে রাখার ক্ষমতা রাখে টিম অর্পিতা। নাটকের মিউজিক্যাল যে জার্নি, তাও থিয়েটার দর্শকদের স্বাদ বদল করে চলেছে। যাঁরা দেখেছেন, তাঁরা আরও এবার দেখার অপেক্ষায়, যাঁরা দেখেননি, তাঁরা একাধিকবার ‘মাই নেম ইজ জান’ দেখার অনুরোধ রেখেছিলেন। এবার তাঁদের জন্যই শহর কলকাতার সন্ধ্যা সেজে উঠছে গওহরের গল্প নিয়ে।
এদিন অর্পিতা চট্টোপাধ্যায়ের অনুষ্ঠানে বহু বিশেষ শিল্পীদের উপস্থিত থাকার কথা। বিভিন্ন ক্ষেত্রে গুণী ব্যক্তিরা এদিন মাই নেম ইজ জান দেখতে আসছেন। তাঁদের সঙ্গে যদি আপনিও সামিল হতে চান, তবে অবশ্যই জিডি বিড়লা সভাঘরে নির্ধারিত সময়ের কিছু আগেই পৌঁছে যান, পেয়ে যাবেন টিকিট।