‘শেষ হল আরও একটি অধ্যায়’, বিবাহ বিচ্ছেদের পর আবার কী হল নবনীতার

Nabanita Das Post: প্রাথমিকভাবে জিতু খবরের সত্যতা এড়িয়ে গেলেও পরবর্তীতে জানা গিয়েছিল যে নবনীতা ও তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য আইনি পথে পা বাড়িয়েছেন। তবে থেকেই তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে বিভিন্ন গতিবিধিতে নজর ভক্তদের।

'শেষ হল আরও একটি অধ্যায়', বিবাহ বিচ্ছেদের পর আবার কী হল নবনীতার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 1:58 PM

২০২৩ সালে টলিদুনিয়া তোলপাড় করেছিল একটাই খবরে, আর তা হল নবনীতা দাস ও জিতু কামালের বিবাহ বিচ্ছেদের খবর। একে অন্যে সঙ্গে সম্পর্কে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শুটিং সেটেই। সেখান থেকেই শুরু পথচলা। চার বছরের মাথায় এসে হঠাৎ নবনীতা ও জিতু স্থির করেন তাঁরা আলাদা থাকবেন। তবে সেই খবরের আঁচ পাননি কেউই। হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের খবর সামনে আনলেন নবনীতা দাস। প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর জিতু একসঙ্গে থাকবেন না। প্রাথমিকভাবে জিতু খবরের সত্যতা এড়িয়ে গেলেও পরবর্তীতে জানা গিয়েছিল যে নবনীতা ও তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য আইনি পথে পা বাড়িয়েছেন। তবে থেকেই তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে বিভিন্ন গতিবিধিতে নজর ভক্তদের।

কখনও নবনীতার পোস্টে মেলে জিতুর ছবি, কখনও আবার নিজের জীবনের নানা ছোটবড় আপডেট তিনি দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁর পোস্টে মিলল বিষাদের সুর। তিনি লিখলেন, ‘শেষ হল আরও একটি অধ্যায়…. শুধু পড়ে রইল অনেক… অনেক স্মৃতি…।’ তবে না, এটি মোটেও জিতু কিংবা বিয়ে প্রসঙ্গে লেখা মন্তব্য নয়। বরং তাঁর ধারাবাহিক ‘বিয়ের ফুল’ শেষ হওয়া নিয়ে এই পোস্ট করতে দেখা যায় নবনীতাকে।

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)

‘বিয়ের ফুল’ ধারাবাহিকের পথ চলা শেষ। ফলে সেই সেটের নানা স্মৃতি বুকে আগলে বেশ কিছু ছবি শেয়ার করলেন নবনীতা। একের পর এক পোস্টে দর্শকেরা কেবলই খুঁজে ফেরেন জিতু যোগ। একটা সময় বিষয়টা লক্ষ্য করে নবনীতার প্রাক্তন স্বামী খোদ জিতুই বলেছিলেন, ‘আমার সব পোস্ট যে নবনীতাকে নিয়ে এমনটা মোটেও নয়’। নবনীতার ক্ষেত্রেও সেটা সত্যি।