সোশ্যাল মিডিয়ায় তাঁর উজ্জ্বল উপস্থিতি। দিন কয়েক আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক করেছেন। তিনি অর্থাৎ নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। অমিতাভ বচ্চনের নাতনি। শ্বেতা বচ্চনের কন্যা মডেলিং করেছেন। ব়্যাম্পে হেঁটেছেন। কিন্তু বলিউডে কেরিয়ার শুরু করবেন কি না, তা নিয়ে জল্পনা বহুদিনের। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন নভ্যা স্বয়ং।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নভ্যা জানিয়েছেন, তিনি বাবার ব্যবসাতে যোগ দিতে চান। তাঁর কথায়, “আমার পরিবারকে ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চতুর্থ প্রজন্ম এবং প্রথম মহিলা। নভ্যার প্রপিতামহ এইচপি নন্দা এই ব্যবসা শুরু করেন। পিতামহ এবং বাবার পরে সেই ব্যবসার ভার এবার নিতে চলেছেন নন্দা।”
আরও পড়ুন, পুনম ধিলোঁর ছেলে আনমোলের বলি ডেবিউ, প্রথম ছবির আগে মা কী পরামর্শ দিলেন?
বর্তমানে বহু মহিলা সফল ভাবে ব্যবসা করছেন। তাই মেয়ে হিসেবে এত বড় ব্যবসার দায়িত্ব সামলাতে একটুও ভয় করছে না নভ্যার। তাঁর দাবি, “বল আমাদের কোর্টেই রয়েছে। আমরা অনেক ভাল জিনিস অর্জন করব। সেটাই দেখার অপেক্ষায় রয়েছি।”
পুরুষ এবং মহিলার মধ্যে তাঁর পরিবারে কোনও বিভাজন দেখে বড় হননি নভ্যা। কিন্তু এখনও পর্যন্ত সমাজে সেই বিভাজন স্পষ্ট। এ প্রসঙ্গে নভ্যার মত, “যতক্ষণ না পর্যন্ত গোটা সমাজ, জাতি একসঙ্গে ভাবতে শিখবে, ততক্ষণ এই বিভেদ বাস্তবে মুছে যাওয়াটা কঠিন।”
আরও পড়ুন, শুটিংয়ের মাঝে অনিন্দিতা-শ্রুতির ‘আহ্লাদ’, দেখুন মা-মেয়ের কেমিস্ট্রি
নিউ ইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করছেন নভ্যা। এবার পুরোপুরি যোগ দেবেন পারিবারিক ব্যবসায়। আর এই সিদ্ধান্ত তাঁর নিজের। কেউ জোর করে কিছু চাপিয়ে দেয়নি। সাক্ষাৎকারে সেটাও স্পষ্ট করেছেন তিনি।