Bollywood Gossip: হোটেল বয়ের রোল করলে মিলবে ২৫০০ টাকা, পেটের দায়ে রাজি হয়ে প্রতারণার শিকার নওয়াজ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 26, 2022 | 4:19 PM

Nawazuddin Siddique: সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারো নিজের কঠিন লড়াইয়ের কথা বলতে গিয়েছে সেই স্মৃতিতে ভাসলেন তিনি। ছবিতে সামান্য একটি পাঠ ছিল। টাকার জন্যই তা করেছিলেন তিনি।

Bollywood Gossip: হোটেল বয়ের রোল করলে মিলবে ২৫০০ টাকা, পেটের দায়ে রাজি হয়ে প্রতারণার শিকার নওয়াজ

Follow Us

নাওয়াজউদ্দিন সিদ্দিকি, অভিনয় জগতে লড়াই করে পা রাখার চেষ্টায় যে তিনি কতটা পরিমাণ পরিশ্রম করেছিলেন, সেই কাহিনি মাঝে মধ্যেই বলে থাকেন নাওয়াজ। এবারও তার ব্যতিক্রম হল না। কেরিয়ারের শুরুতে তিনি স্থির করেছিলেন অভিনয়ই করবেন। পরিবারে অর্থের সমস্যা, লুক থেকে শুরু করে গায়ের রঙ, বহিরাগতের তকমা, একাধিক সমস্যার সম্মুখীন হয়েও তিনি নিজের জায়গা বিন্দুমাত্র ছাড়তে চাননি। হাতছাড়া করতে চাননি একটি ছোট্ট সুযোগও। আর তার জেরেই যে যাই পাঠ দিক না কেন তিনি মুহূর্তে রাজি হয়ে যেতেন। একবার ঠিক তেমনই ঘটেছিল নাওয়াজের সঙ্গে।

মাত্র ২৫০০ টাকার জন্য একটি ছবিতে তিনি হোটেল বয়ের কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন। নাওয়াজের কথায়, এমন বহু ছবিতে ছোট ছোট পাঠ করতেন তিনি অর্থের অভাবে। যে পাঠগুলোর কথা কখনই তিনি প্রকাশ্যে বলতেন না। তেমনই একটি ছবির নাম হল শূল। সেখানেই রবিনা টন্ডন ও মনোজ বাজপেয়ী অভিনয় করেছিলেন। ছবির পরিচালক ছিলেন রাম গোপাল বর্মা। কিন্তু তিনি নাওয়াজের টাকা মেটাননি। বারে বারে সেই টাকা চেয়েছিলেন তিনি। হতে হয়েছিল নিরাশ।

পরবর্তীতে সবটা জানার পর রবিনা ও মনোজ বাজপেয়ী স্থির করেছিলেন যে তাঁরা সেই টাকা নাওয়াজকে দিয়ে দেবেন তাঁরা। কিন্তু সেই কথা রাখতে পারেননি তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারো নিজের কঠিন লড়াইয়ের কথা বলতে গিয়েছে সেই স্মৃতিতে ভাসলেন তিনি। ছবিতে সামান্য একটি পাঠ ছিল। টাকার জন্যই তা করেছিলেন তিনি। কিন্তু সেই টাকা টুকুই পাননি তখন নাওয়াজ। যখন সকলের লাখে কামাচ্ছেন, তখন মাত্র আড়াই হাজার টাকার জন্য কাকুতি মিনতি করতে হয়েছিল নাওয়াজকে।

আরও পড়ুন- Shocking Facts: রাতভর বিছানায় সানিকে চেপে ধরে রাখল কে, শরীরে শক্তি ফিরতেই চিৎকার করে ওঠেন সানি

আরও পড়ুন- Viral Video: সিঁদুর-মঙ্গলসূত্র কোথায়! নববধূ আলিয়ার ফাঁকা সিঁথি দেখে চোখ রাঙানি নেটদুনিয়ার

আরও পড়ুন- Relationship Tips: প্রেমে প্রতারণার শিকার! নিজেকে সামলাবেন কীভাবে ভাবছেন, পাশেই রয়েছেন শাহরুখ

Next Article