AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হুড খোলা জিপে নির্বাচনী প্রচারে নীল-তৃণা

হুড খোলা জিপে চড়ে প্রচার সারলেন দম্পতি। নীল পাঞ্জাবি এবং গলায় সাদা উত্তরীয়তে সেজেছিলেন নীল। তৃণার পরনে ছিল হালকা গোলাপি কামিজ।

হুড খোলা জিপে নির্বাচনী প্রচারে নীল-তৃণা
দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Mar 26, 2021 | 8:16 PM
Share

পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচনের উত্তাপ। সেই উত্তাপ ছড়িয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতেও। দল বদলের রাজনীতি যেমন দেখছেন দর্শক, তেমনই নতুন করে রাজনীতিতে যোগ দেওয়া অভিনেতার সংখ্যাও কম নয়। এই দ্বিতীয় তালিকায় রয়েছেন টেলি পর্দার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা। আর এ বার প্রচারেও দেখা গেল তাঁদের।

হুড খোলা জিপে চড়ে প্রচার সারলেন দম্পতি। নীল পাঞ্জাবি এবং গলায় সাদা উত্তরীয়তে সেজেছিলেন নীল। তৃণার পরনে ছিল হালকা গোলাপি কামিজ। তৃণমূলের অসংখ্য কর্মী-সমর্থকদের মিছিলের মাঝে এগিয়ে চলেছে জিপ। এমনই একটি ভিডিয়ো নীলের ফ্যান পেজের তরফে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভোটের আগে শাসক দলে যোগ দিয়েছেন অভিনয় জগতের অনেকেই। বিধানসভায় অনেক গুরুত্বপূর্ণ আসনে টিকিটও দেওয়া হয়েছে তাঁদের। যদিও টিকিট নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছিলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অভিনেতা নীল।

অন্যদিকে তৃণমূলে যোগ দিয়ে ‘খড়কুটো’ খ্যাত অভিনেত্রী তৃণা বলেন, ‘দিদির পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’। কোভিড বা আমফানের মতো পরিস্থিতিতে দিদি যেভাবে সবার পাশে থেকে কাজ করেছেন, তা কারও একার পক্ষে করা সম্ভব নয়।’ কন্যাশ্রীর মতো প্রকল্পের প্রশংসাও করেন তিনি। সবাইকে পাশে থাকার আর্জিও জানান। আর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টাকে ‘স্বপ্নের মুহূর্ত’ বলে উল্লেখ করেন নীল। তিনি বলেন, ‘এটা আমার কাছে একটা ফ্যানবয় মোমেন্ট। যাঁকে দেখে বড় হয়েছি, অনুপ্রেরণা পেয়েছি তাঁর পাশে থেকে কাজ করার সুযোগ পাব।’ তবে টিকিট পাওয়ার জন্য দলে আসেননি, তা স্পষ্ট করে দেন দুজনেই। দল যেমন বলবে, সেই অনুযায়ী প্রচারে যাবেন তাঁরা।

আরও পড়ুন, মুম্বইতে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির কথা শেয়ার করলেন শ্রীনন্দা