আকাশছোঁয়া পারিশ্রমিক আল্লু অর্জুনের! নায়কের সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 18, 2024 | 1:03 PM

Allu Arjun: ২১ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। ঝুলিতে একগুচ্ছ ছবি। তাঁর এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন দর্শক। লকডাউনের পর সবাইকে হলমুখো করার প্রায় অনেকটাই কৃতিত্ব বর্তায় তাঁর দিকে। কথা হচ্ছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের। এই মুহূর্তে 'পুষ্পা ২' নিয়ে মজে নায়কের অনুরাগীরা।

আকাশছোঁয়া পারিশ্রমিক আল্লু অর্জুনের! নায়কের সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন

Follow Us

২১ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। ঝুলিতে একগুচ্ছ ছবি। তাঁর এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন দর্শক। লকডাউনের পর সবাইকে হলমুখো করার প্রায় অনেকটাই কৃতিত্ব বর্তায় তাঁর দিকে। কথা হচ্ছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের। এই মুহূর্তে ‘পুষ্পা ২’ নিয়ে মজে নায়কের অনুরাগীরা।

লকডাউনের ঠিক পরে পরেই মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’। যে চরিত্রে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিলেন আল্লু। এই ছবির মাধ্যমেই যেন এক নতুন তারকাকে দেখেছিলেন সবাই। গায়ের রং চাপা, গালে চাপ দাড়ি, পরণে লুঙ্গি, শার্ট, হাঁটা চলার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন। এক দিকে যেমন পরিবর্তন এসেছিল তাঁর বাহ্যিক গঠনের। তেমনই বেড়েছিল নায়কের বাজার দরও। দিনে দিনে নায়কের সম্পত্তি ফুলেফেঁপে উঠেছে।

তিনি যদিও এখন শুধু অভিনেতা নন। তাঁর নিজের একটি প্রযোজনা সংস্থা রয়েছে। প্রযোজক হিসাবেও তিনি সফল। তাঁর সম্পত্তির পরিমাণ জানেন? নায়কের সম্পত্তির পরিমাণ শুনলে রীতিমতো চমকে যাবেন। সূত্র বলছে, নায়কের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন যা হিসেব কষলে দাঁড়ায় প্রায় ৪৬০ কোটি টাকা। আগে তিনি ৬৫ কোটি টাকা নিতেন প্রতি সিনেমা পিছু। শুধু তাই নয় সিনেমায় ব্যবসার লাভের কিছু অংশ যায় নায়কের ঘরে।

পুষ্পার আকাশছোঁয়া সাফল্যের পর নায়কের পারিশ্রমিক বেড়েছে কয়েক গুণ। শোনা যাচ্ছে, অভিনেতার পারিশ্রমিক নাকি এখন ১০০ কোটি টাকা। প্রথম থেকেই আল্লু অর্জুন ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। তাঁর টিজ়ার থেকে লুক, সামনে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। পুষ্পা ২ ছবিতে যে আল্লু অর্জুনকে আরও এক কদম এগিয়ে শক্তিশালী সুপারস্টার হিসেবে উপস্থাপনা করা হচ্ছে, মিলেছিল তার আভাস।

Next Article
‘হ্যাঁ আমি আবার …’, শরিফুল রাজ অতীত! পরীমণির জীবনে নতুন প্রেম, তিনি কে?
প্রয়াত ‘দুর্গা’,বিশ্বজুড়ে বাঙালির মন খারাপ