‘ছেলের প্রতি নজর দেন না সইফ?’ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মিলল উত্তর
Saif Ali Khan Gossip: সইফ আলি খান বরাবরই তাঁর দুই সন্তানকে আগলে রাখেন। বারবরই দেখা যায় তাঁকে সন্তানদের কোলে নিয়ে বাড়ি থেকে বেরতে। তবে সইফ আলি খান ও করিনার মধ্যে সম্পর্কের সমীকরণ বারবরা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে।

সইফ আলি খান ও করিনা কাপুর খান, দুই সন্তানের অভিভাবক তাঁরা। যদিও সইফ আলি খানের আগের পক্ষে রয়েছে আরও দুই সন্তান। তাঁরা এখন পরিণত। সারা আলি খান ও ইব্রাহিম খান এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত। সারা বর্তমানে প্রতিষ্ঠিত অভিনেত্রী। তবে ইব্রাহিম এখনও বলিউডে ডেবিউ করে উঠতে পারেননি। তবে সেই কথা চলছে বেশ কয়েকদিন ধরেই। তবে করিনা কাপুরের দুই সন্তান, জেহ ও তৈমুর, দুজনেই বেশ ছোট। সবে স্কুল। তাই তাদের আগলে রাখতেই বেশি দেখা যায় এই জুটিকে। তবে বেশ কয়েকদিন ধরে নেটপাড়ায় অন্য ছবি ভাইরাল। বেশ কয়েকটি ভিডিয়োতে দেখা গিয়েছিল সইফ আগে আগে চলে যাচ্ছেন সন্তানরা তাঁর পিছনে। পাপারাৎজিদের ক্যামেরায় যা ধরা পড়তেই নেটিজ়েনদের মত ছিল ‘ছেলেদের প্রতি যত্নশীল নন সইফ আলি খান’।
সত্যি কি তাই? সইফ আলি খানের আরও এক ভিডিয়ো সামনে আসতেই এবার সরব হলেন তাঁর ভক্তরা। পরিবারের সকলকে নিয়ে গাড়িতে উঠতে দেখা গেল সইফকে। ছোট ছেলে জেহর হাত চেপে ধরে রয়েছেন তিনি। পাশে করিনা কাপুর তাঁর বড় ছেলে তৈমুরকে সামলাতে ব্যস্ত। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সইফ আলি খানের ভক্তদের মতো, কারা যেন বলছিলেন তিনি তাঁর সন্তানদের দেখে শুনে রাখেন না? এমনটা মোটেও সত্যি নয়।
View this post on Instagram
সইফ আলি খান বরাবরই তাঁর দুই সন্তানকে আগলে রাখেন। বারবরই দেখা যায় তাঁকে সন্তানদের কোলে নিয়ে বাড়ি থেকে বেরতে। তবে সইফ আলি খান ও করিনার মধ্যে সম্পর্কের সমীকরণ বারবরা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। সম্প্রতি সইফ ও করিনা ছুটি কাটিয়ে এলেন পরিবারের সঙ্গে। বলিপাড়ার অন্যতম ব্যস্ত জুটি তাঁরা। সইফের হাতে এখন বেশ কয়েকটি দক্ষিণী ছবির প্রস্তাব। তবে সইফ এখন কোন ছবি গ্রহণ করেছেন সেই বিষয় কোনও খবর সামনে আসেনি। অন্যদিকে করিনাকেও সম্প্রতি এক বড় পরিচালকের সঙ্গে দেখা করতেও দেখা যায়। তবে সেই খবরেও কোনও সিলমোহর দেননি অভিনেত্রী।





