AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জামাইবাবু’ নিখিল জৈনের সঙ্গে পার্টি মুডে নুসরতের বোন!

‘জামাইবাবু’ নিখিল জৈনের সঙ্গে দেদার পার্টি করলেন নুসরতের বোন নুজহত। শ্যালিকাকে জড়িয়ে ধরে পার্টি মুডের ছবি নিজের ইনস্টাতে শেয়ারও করেছেন নিখিল জৈন।

‘জামাইবাবু’ নিখিল জৈনের সঙ্গে পার্টি মুডে নুসরতের বোন!
'জামাইবাবু' নিখিল জৈনের সঙ্গে নুসরতের বোন
| Updated on: Jan 19, 2021 | 5:12 PM
Share

জামাইবাবু’ নিখিল জৈনের সঙ্গে দেদার পার্টি করলেন নুসরতের বোন নুজহত। শ্যালিকাকে জড়িয়ে ধরে পার্টি মুডের ছবি নিজের ইনস্টাতে শেয়ারও করেছেন নিখিল জৈন। দু’জনেই পরেছেন কালো রঙের সোয়েট টিশার্ট আর ডেনিম জিন্স। বোঝোই যাচ্ছে দু’জনেই পার্টি মুডেছবি পোস্ট করে জামাইবাবু শ্যালিকাকে হেঁয়ালিতে লিখেছেন “ হ্যাভ আ গুড ওয়ানঅল দ্য বেস্ট। মেক ইট কাউন্ট!” শ্যালিকাকে কী এমন গুনতে বলছেন জামাইবাবুশ্যালিকাও অবশ্য লিখেছেন “ সব কিছুর জন্য ধন্যবাদ।” এই ‘সব কিছু’টা কীসবটুকুই ধোঁয়াশা।

View this post on Instagram

A post shared by Nikhil Jain (@nikhiljainoffcl)

ছবিতে ‘দিদি’ নুসরত নেই। ছবিতে না থাকলেও জামাইবাবুশ্যালিকার সঙ্গে আছেন কি না তা জানার অবশ্য উপায় নেই। এছবি কলকাতাতে তোলা নয়। সুদূর গুরগাঁওতে তোলা। কমেন্টস থেকে জানা যাচ্ছে গুরগাঁওতে একটি পাবের সামনে ছবিটি তোলা হয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রের খবরনুসরত এখন কলকাতাতেই। তাহলে দিদিকে ছাড়াই জামাইবাবুশ্যালিকা গুরগাঁওতে পার্টি করলেনএই ছবি দেখে অনেক কমেন্ট ভেসে এসেছে। কেউ জিজ্ঞাসা করেছেন “ সঙ্গে মেয়েটি কে?” কেউ আবার লিখেছে “ দু’জনকেই দেখতে ভাল লাগছেঅল দ্য বেস্ট।” কিন্তু কোথাও দিদি নুসরতের একটাও কমেন্ট নেই!

এদিকে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন নিখিলনুসরতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ফিসফিসানি শুরু হয়েছে নুসরত নাকি প্রেমে পড়েছেন! ‘এস ও এস কলকাতা’ ছবিটি করতে গিয়েই নাকি যশ দাশগুপ্তের সঙ্গে মাখো মাখো সম্পর্ক তৈরি হয় নুসরতের। দু’জনে একসঙ্গে রাজস্থানে বেড়াতেও গিয়েছিলেন। সম্পর্কে এতটাই চিড় ধরেছে যে এটাও শোনা যাচ্ছে নুসরত এখন নিখিলের সঙ্গে থাকছেনও নানিজের বাড়ি পাম অ্যাভেনিউতেই থাকছেন। এই টালমাটাল অবস্থায় জামাইবাবুশ্যালিকার এই মাখোমাখো পোস্ট যে বেশ ‘ব্যঞ্জনাময়’ তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন :অহংকারহীন এক নীরব দার্শনিক: ‘আমি সৌমিত্র’র পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়