১২ বছর আগেই বুঝেছিলেন? যিশুর নাম না নিয়ে আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার!

Nilanjanaa Sengupta: এখনও যদিও প্রকাশ্যে নিজেদের বিচ্ছেদের কথা বলেননি তাঁরা। কিন্তু তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে ইন্ডাস্ট্রির অন্দরে। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর। যদিও নীলাঞ্জনা এখন এই পদবী আর ব্যবহার করেন না। বেশ কয়েক মাস আগে নিজের ইনস্টাগ্রাম থেকে নিজের পদবী মুছে দেন নীলাঞ্জনা।

১২ বছর আগেই বুঝেছিলেন? যিশুর নাম না নিয়ে আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 1:25 PM

এখনও যদিও প্রকাশ্যে নিজেদের বিচ্ছেদের কথা বলেননি তাঁরা। কিন্তু তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে ইন্ডাস্ট্রির অন্দরে। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর। যদিও নীলাঞ্জনা এখন এই পদবী আর ব্যবহার করেন না। বেশ কয়েক মাস আগে নিজের ইনস্টাগ্রাম থেকে নিজের পদবী মুছে দেন নীলাঞ্জনা।

তার পর থেকেই জোড়াল হয় আলোচনা। তবে কি সত্যিই ভাঙছে এই তারকা দম্পতির সম্পর্ক? নেটপাড়া ভরে গিয়েছে এই একটিই প্রশ্নে। তার মধ্যে সমাজমাধ্যমের পাতায় নীলাঞ্জনার নানা পোস্ট দেখলে বেশ কিছু ইঙ্গিত পান তাঁদের অনুরাগীরা। তেমনই আবারও এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা। অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক নীলাঞ্জনা। কাজের সূত্রে সুরভির সঙ্গে আলাপ নীলাঞ্জনার। কাজ করতে করতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সেটা তাঁর পোস্টেই স্পষ্ট।

একটি ছবি পোস্ট করে তিনি লেখেন “বহেন কোড”। সেই সঙ্গে ছবির উপরে লেখা, “একই যাত্রা কিন্তু তাও আলাদা। বাচ্চা ভরসা রাখো। এই যাত্রায় আমরা একসঙ্গে আছি।” দুইয়ে দুইয়ে চার করেছেন অনেকেই। শোনা যাচ্ছে, সম্প্রতি অভিনেতা অভিষেক বসুর সঙ্গে প্রেম ভেঙেছে সুরভির। চলতি বছরেই নাকি তাঁদের বিয়ে করার কথা ছিল। কিন্তু সে সবই অতীত। তাঁরা নাকি আর একসঙ্গে নেই। এই পরিস্থিতিতে অভিনেতা যিশুর সঙ্গেও নাকি সম্পর্ক ভাঙার মুখে নীলাঞ্জনার।

সুতরাং দুটি ঘটনাই যদি ঠিক হয় তাহলে নীলাঞ্জনা এবং সুরভির পরিস্থিতি একই। সেই সঙ্গে ১২ বছরের একটি লেখাও ভাগ করে নিয়েছেন তিনি। যে পোস্টে নীলাঞ্জনা লিখেছিলেন, “ঈশ্বর যখন আপনাকে সমস্যার দিকে ঠেলে দেয় তখন বুঝবেন দুটো জিনিস আপনার সঙ্গে ঘটতে পারে। নয় আপনি পড়ে গেলে ঈশ্বর ধরে নেবেন। না হলে আপনাকে শিক্ষা দেবে পড় গেলে কী ভাবে উড়তে হয়।” সত্যিই কি তাঁদের সংসার ভাঙছে? সত্যিই কি আইনি পদক্ষেপ করেছেন তাঁরা। সবটা সময় বলবে।