AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSR Death: অঙ্কিতা বা রিয়া নয়! সুশান্তের মৃত্যুবার্ষিকী ভুললেন না এই নায়িকা

SSR Death: প্রসঙ্গত, ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত ও সারার মিষ্টি রোম্যান্স সকলেরই ভাল লেগেছিল। ছবি হিট হয়ে যায়, সেই সঙ্গে শুরু হয়ে সারা-সুশান্তের প্রেমও। সুশান্তের মৃত্যুর পর এ কথা জানিয়েছিলেন তাঁর কাছের বন্ধু। যদিও সুশান্ত জীবিত থাকাকালীন তাঁর সঙ্গে সারার প্রেমের কথা প্রকাশ্যে আনেননি।

SSR Death: অঙ্কিতা বা রিয়া নয়! সুশান্তের মৃত্যুবার্ষিকী ভুললেন না এই নায়িকা
সুশান্ত সিং রাজপুত।
| Updated on: Jun 14, 2024 | 7:23 PM
Share

এক অভিশপ্ত ১৪ জুন। চার বছর আগে এমনই এক দিনে চলে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যা নাকি খুন– তা নিয়ে জল্পনা আজও কাটেনি। কবি বলেছিলেন, ‘বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর এক বছর।’ একবিংশে এসে সেই শোকের আয়ু কি আরও খানিক কমল? সুশান্তের চলে যাওয়ার এক বছর পার হতেই তাঁকে নিয়ে হৃদয় নিংড়ানো পোস্ট করেছিলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে। স্মৃতি শেয়ার করে নিয়েছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী! তবে এবার যেন খানিক তাল কাটল। সন্ধে ৭টা অবধিও রিয়ার প্রোফাইলে দেখা গেল না সুশান্তকে নিয়ে কোনও স্মৃতিচারণ। ভুলে গেলেন তিনি। তা অজানা  তবে ভুলে গেলেন না একজন। তিনি সারা আলি খান। এত বছর পরেও যার ও সুশান্তের সম্পর্কের সমীকরণ নিয়ে চলে চর্চা। ‘কেদারনাথ’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল সারা ও সুশান্তকে। ওই ছবির মধ্যে দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন সারা। ছবি সুপারহিট হয়। ওই ছবিরই এক ফ্রেম নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নেন সারা। সঙ্গে বেশ খানিক ইমোজি। যার মধ্যে রয়েছে সুশান্তের দূরবীন ইমোজিও। সুশান্তের পছন্দের সব কিছুই মনে আছে তাঁর। সে ইঙ্গিতই যেন দিলেন সারা।

প্রসঙ্গত, ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত ও সারার মিষ্টি রোম্যান্স সকলেরই ভাল লেগেছিল। ছবি হিট হয়ে যায়, সেই সঙ্গে শুরু হয়ে সারা-সুশান্তের প্রেমও। সুশান্তের মৃত্যুর পর এ কথা জানিয়েছিলেন তাঁর কাছের বন্ধু। যদিও সুশান্ত জীবিত থাকাকালীন তাঁর সঙ্গে সারার প্রেমের কথা প্রকাশ্যে আনেননি।

শোনা যায়, পরিবারের জন্যই নাকি সুশান্তের থেকে আলাদা হন সারা। সৎমা করিনার যে সুশান্তকে বিশেষ পছন্দ ছিল না সে কথা করিনা নিজেই বলেছিলেন এক চ্যাট শো-য়ে। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় ডাক পড়েছিল সারারও। সেখানেও নাকি সুশান্তের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছিলেন সারা, খবর তেমনটাই। সুশান্ত নেই, তবে তাঁর স্মৃতি আজও লালন করছেন সইফ-কন্যা।