মদ্যপ হয়ে গাড়ি চালালে, নুসরত করবেন আড়ি!
যশ আর নুসরত 'আড়ি' ছবির প্রচারে লিখেছেন, ''আমরা মদ খাওয়ার পর গাড়ি চালানোর বিষয়টাকে সমর্থন করি না। যাঁরা ড্রিঙ্ক করে ড্রাইভ করে তাঁদের সকলের সঙ্গে 'আড়ি'। দায়িত্বশীল হয়ে ওঠার জন্য আবেদন জানাচ্ছি। সেফ ড্রাইভ, সেফ লাইফ।''

ঠাকুরপুকুর কাণ্ড নিয়ে কড়া সমালোচনা করছেন টলিপাড়ার বিভিন্ন নামী মুখ। মদ্যপ হয়ে গাড়ি চালিয়ে কারও প্রাণ কেড়ে নেওয়া ঠিক নয়, এই ব্যাপারে মুখ খুলেছেন টলিপাড়ার নামী প্রযোজক থেকে পরিচালক। অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই বলছেন, এমন ঘটনা যিনি ঘটালেন, তাঁর চরম শাস্তি হওয়া দরকার। অতীতে যারা এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন টলিপাড়ার একাংশ। এবার নুসরত জাহান আর যশ দাশগুপ্ত ছবির প্রচারে কড়া বার্তা দিলেন। তাঁদের নতুন ছবি ‘আড়ি’ আসছে। যশ আর নুসরত ‘আড়ি’ ছবির প্রচারে লিখেছেন, ”আমরা মদ খাওয়ার পর গাড়ি চালানোর বিষয়টাকে সমর্থন করি না। যাঁরা ড্রিঙ্ক করে ড্রাইভ করে তাঁদের সকলের সঙ্গে ‘আড়ি’। দায়িত্বশীল হয়ে ওঠার জন্য আবেদন জানাচ্ছি। সেফ ড্রাইভ, সেফ লাইফ।”
লক্ষণীয়, পরিচালক ভিক্টো এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করার পর তাঁকে বাদ দেওয়া হয়েছে বাংলা ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’-র শুটিং থেকে। বাদ পড়েছেন সেদিন রাতে ভিক্টোর সঙ্গে থাকা স্যান্ডি সাহা। আবার বাদ পড়েছেন অভিনেত্রী ঋ। ঋ যে চরিত্রটি করছিলেন, সেখানে এবার দেখা যাবে রিমঝিম মিত্রকে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, এমন যাঁরা করবেন, তাঁদের কাজের অধিকার কেড়ে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন সোশ্যাল মিডিয়ায়। ‘আড়ি’ ছবির প্রচারে ঠাকুরপুকুর কাণ্ডকে টেনে আনার বিষয়টা নিয়ে কিছু নেটিজেন প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ”এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো প্রতিবাদ। টলিউডের নামী মানুষরা বারংবার এরকমভাবে সতর্ক করতে থাকলে, তাঁর প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে।”
