বিকিনিতে বিভাজিকার কুহক-ডাক! স্মৃতিমেদুর ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কার মধ্যে কোনও দিনই ছিল না কলা-বউ লজ্জা। ছিল না অহেতুক মেয়েলিপনা। আর নেই বলেই এই মেয়ে মাত্র ১৮ তে ছিনিয়ে নিয়েছিল বিশ্বসুন্দরীর মুকুট।

বিকিনিতে বিভাজিকার কুহক-ডাক! স্মৃতিমেদুর ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2021 | 4:24 PM

ভুবনমোহিনী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তো রূপের মোহমায়া নয়, গুণেও তামাম বিশ্বকে গুন করেছে এই বিশ্বসুন্দরী। প্রিয়াঙ্কা প্রথম থেকেই সাহসী। কী পোশাকে, কী চরিত্রে! সাহসের সঙ্গে মিশেছে মেধা। প্রিয়াঙ্কার সৌন্দর্যে মুক্ত ঝরে পড়েছে অনায়াসেই।

বিকিনি-পরা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্মৃতিমেদুরতায় ডুব দিয়েছেন প্রিয়াঙ্কা। ছবি পোস্ট করেই থেমে থাকেননি এই সুন্দরী। লিখেছেন অর্বথ্য দু-কলি, “লজ্জা! কোনও দিন সে শোনেইনি এই শব্দবন্ধ।” কী সাহসী, অথচ কী দারুণ উস্কানিমূলক! প্রিয়াঙ্কার মধ্যে কোনও দিনই ছিল না কলা-বউ লজ্জা। ছিল না অহেতুক মেয়েলিপনা। আর নেই বলেই এই মেয়ে মাত্র ১৮-তে ছিনিয়ে নিয়েছিল বিশ্বসুন্দরীর মুকুট। আজ প্রিয়াঙ্কা আর্ন্তজাতিক। তাঁর সৌন্দর্যে, তাঁর মেধায়, তাঁর ব্যবহারে আজ আর কোনও সীমানা নেই। তিনি আজ মুক্ত-কন্যা। আর মুক্ত বলেই অনায়াসে শেয়ার করতে পেরেছেন বিকিনির খুলু-খুলু ইশারার ছবি। স্বাভাবিকভাবেই এই ছবি পোস্ট করার পর ভেসে যায় কমেন্ট-বক্স।

প্রিয়াঙ্কা চোপড়াকে শেষ দেখা গিয়েছে ‘দ্য় হোয়াইট টাইগার’ ছবিতে। এই ছবি অস্কারে অবলম্বিত চিত্রনাট্য বিভাগে মনোনীত হয়েছে। সম্প্রতি প্রিয়াঙ্কার মুক্তি পাবে হলিউডের ছবি ‘উই ক্যান বি হিরোস’। সদ্যই তিনি শেষ করেছেন আরও একটি হলিউডি ছবি। ছবির নাম ‘টেক্সট ফর ইউ’। এই ছবির শুটিংয়ের জন্য বেশ অনেকদিন তিনি লণ্ডনে ছিলেন। সম্প্রতি আর্ন্তজাতিক সিনেমা মহলে আরও এক ধাপ তিনি এগিয়ে গিয়েছেন। এই বছর অস্কার মনোনীতদের নাম ঘোষণা করেছেন তিনি এবং তাঁর স্বামী নিক জোনাস। শোনা যাচ্ছে আরও একটি হলিউডি ছবির শুটিং শুরু করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

আরও পড়ুন :প্রভাস-অমিতাভ-দীপিকার ছবির ডাবিং ইংরেজিতে, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী রিলিজ