Aryan Khan Birthday: আরিয়ানের জন্মদিনে ৫০০টি গাছ লাগাবেন জুহি চাওলা

এর চেয়ে বড় পরিবেশ বান্ধব উপহার আর কীই বা হতে পারত! 

Aryan Khan Birthday: আরিয়ানের জন্মদিনে ৫০০টি গাছ লাগাবেন জুহি চাওলা
জুহি চাওলা ও আরিয়ান খান (ইনসেটে); পোঁতা হচ্ছে গাছ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 4:28 PM

আরিয়ানের জন্মদিনে ৫০০টি গাছ পুঁতবেন অভিনেত্রী জুহি চাওলা। এর চেয়ে বড় পরিবেশ বান্ধব উপহার আর কীই বা হতে পারত!

বাবা, বাবার বান্ধবী, সকলের সঙ্গে একই মাসে জন্ম হয়েছে শাহরুখ-গৌরী পুত্র আরিয়ান খানের। কাকতালীয়ভাবে ১৩ নভেম্বর যেমন আরিয়ানের জন্মদিন, তেমনই অভিনেত্রী জুহি চাওলারও জন্মদিন। জুহি শাহরুখের অনেকদিনের বান্ধবী। ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ভূতনাথ’ বহু ছবিতে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছেন দু’জনে। ইন্ডাস্ট্রিতে বড় হয়েছেন দু’জনেই। যতদিন গিয়েছে পারিবারিক সখ্যতা ও সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পেয়েছে।

মাদক-কাণ্ডে ফেঁসে টানা ২৫দিন মুম্বইয়ের আর্থার রোডের জেলে কাটিয়েছেন আরিয়ান। কিছুতেই বেল পাচ্ছিলেন না তিনি। সেই সময়ও শাহরুখের পাশে ছিলেন জুহি। অনেকটা তাঁর চেষ্টাতেই জামিন পেয়েছেন আরিয়ান। আরিয়ানের সেই ‘জুহি আন্টি’ ও তাঁর জন্মদিন একই দিনে। আরিয়ানকে বড় হতে দেখেছেন জুহি। শাহরুখ-জুহির সন্তানরাও একই সঙ্গে বড় হয়েছেন। বলাই বাহুল্য, মাতৃসম জুহি আরিয়ানকে পুত্র-স্নেহে দেখেছেন বরাবর।

আরিয়ানের জন্মদিনে তাঁর উদ্দেশে দারুণ একটি পোস্ট করেছেন তাঁর ‘জুহি আন্টি’। পোস্ট করেছেন আরিয়ানের ছোটবেলার একটি ছবিও। সেই ছবিতে একা নেই আরিয়ান। রয়েছেন অন্যান্য তারকা সন্তানরাও। তাঁরা একসঙ্গে মজা করছেন সেই ছবিতে। রয়েছেন শাহরুখের মেয়ে সুহানা, জুহির মেয়ে জাহ্নবীও। সেখানেই আরিয়ানের জন্মদিন উপলক্ষ্যে ৫০০টি গাছ পোঁতার কথা জুহি উল্লেখ করেছেন ক্যাপশনে।

View this post on Instagram

A post shared by Juhi Chawla (@iamjuhichawla)

জুহি লিখেছেন, “তোমার জীবনের বিশেষ দিনে আমাদের পার্সোনাল অ্যালবাম থেকে আরও একটা ছবি পোস্ট করলাম। হ্যাপি বার্থ ডে আরিয়ান। প্রতি বছর এদিন তোমার জন্য যা যা চাই, এই বছরও তাই-ই চাইছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমাকে রক্ষা করুন ও সঠিক পথ দেখান। তোমাকে আমরা সবাই ভালবাসি। তোমার নামে ৫০০টি গাছ পোঁতার সংকল্প করেছি।”

বিগত একমাস ধরে সংবাদের শিরোনামে জ্বলজ্বল করছেন আরিয়ান খান। জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই ২ নভেম্বর ছিল শাহরুখের ৫৬তম জন্মদিন। তারপরই ছিল দিওয়ালি। আরব সাগরের পাড়ে বিলাশবহুল মন্নতের ধুমধাম দিওয়ালির আলো এবার আর মাখেননি কিং খান ও তাঁর পরিবার। নিরিবিলি খুঁজতে সক্কলে চলে গিয়েছিলেন আলিবাগের ফার্ম হাউজে। গোটা সপ্তাহ সেখানে কাটিয়ে মুম্বই ফিরে প্রথম শুক্রবার আরিয়ান গেলেন এনসিবির অফিসে। জামিনের নিয়ম মতো তাঁকে প্রতি শুক্রবার হাজিরা দিতে হবে সেখানেই।

আজ (১৩.১১.২১) আরিয়ানের জন্মদিন। বাবার জন্ম মাসেই জন্ম আরিয়ানের। ২৪ বছর বয়সে পা দিলেন মহা তারকার পুত্র। বাড়ি ফেরার পর আরিয়ানকে এক ঝলক দেখার জন্য নিত্যদিন মন্নতের বাইরে অপেক্ষায় থাকেন শাহরুখের ভক্তরা। পুত্রের জামিনের পর সেখানেই নাচানাচি করেছিলেন ফ্যানরা।

তবে আরিয়ানের জন্মদিনে খুব একটা বড়সড়ভাবে পালন করবেন না কিং খান। সে কথা আগেই জানিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠ। একটি কেক কাটবেন আরিয়ান। জেল থেকে বাড়ি ফেরার আনন্দ জুড়ে থাকবে সেই উৎযাপনে। এই কঠিন সময়ে যাঁরা যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন কিং খান।

আরও পড়ুন: Vicky Katrina: রাজস্থানের প্রাসাদে ভিকি-ক্যাটরিনার ১০ জনের টিম, চলছে বিবাহ স্থানের রেকি