অমিতাভের সামনেই সুহানাকে কড়া ভাষায় শাসন, হাউ-হাউ করে কেঁদে ওঠেন…
এবার শোনা যাচ্ছে অন্য খবর। শাহরুখ খানের সঙ্গেই নাকি ছবি করতে চলেছেন তিনি। যদিও এই খবরে সিলমোহর দেননি সুহানা কিংবা শাহরুখ খানের কেউই। তবে বলিউডের অন্দরমহলে এমনই গুঞ্জন বছরের শুরু থেকেই তুঙ্গে।

সুহানা খান, বাবার আদরের মেয়ে। সাধারণত শাহরুখ খান তাঁর সন্তানদের নিয়ে কোনওদিন কোনও অভিযোগ করেন না। বরং প্রকাশ্যে প্রত্যেকের প্রশংসাই করে এসেছেন তিনি বরাবর। এবং তিন সন্তানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কতটা গভীর, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে সেই আদরের মেয়ের ওপরেই একবার চরম মেজাজ হারিয়ে ছিলেন শাহরুখ খান। সেই রহস্য ফাঁস করলেন খোদ অমিতাভ বচ্চন। কারণ সেই ঘটনার সাক্ষী ছিলেন তিনি।
কেবিসি-তে সুহানা খান একবার অতিথির আসনে এসেছিলেন। আর তাঁকে সামনে পেয়ে সেই পুরোনো প্রসঙ্গ তুললেন অমিতাভ বচ্চন। তখন সুহানা বেশ ছোট্ট। একবার যেদ ধরে বসেন সুইমিং করার। শাহরুখ খান তাঁকে বলেছিলেন তখন যেন যেন সাঁতার না কাটা হয়। কিন্তু সুহানা তা শুনতে বিন্দুমাত্র রাজি ছিলেন না। বারবার একই কথা বলেই চলেছিলেন।
বাবা মানা করার পরও সে কোনও কিছু শুনতে ছিল নারাজ। তা দেখে রীতিমত মেজাজ হারিয়ে চিৎকার করে বসেন শাহরুখ খান। অমিতাভ বচ্চন জানান, তখন সুহানার সত্যি কোনও ইচ্ছে ছিল না সাঁতার কাটার। কিন্তু যেহেতু তাঁকে মানা করা হয়েছে, এক প্রকার যেদ ধরে বসেন সুহানা।
সবটা শুনে সুহানার কথায়, “বাবা সেই একবারই হয়তো আমায় কোনও কাজ করতে নিষেধ করেছিলেন। বাবা নয়তো কখনই কোনও কাজে বাধা দেন না।” প্রসঙ্গত ২০২৩ সালের শেষে মুক্তি পেয়েছে সুহানা খানের প্রথম কাজ ‘দ্য আর্চিস’। যেখানে তাঁর কাজ বেশ প্রশংসিত। যদিও খুশি কাপুর সেভাবে দর্শক মনে জায়গা করতে পারেননি।
তবে এবার শোনা যাচ্ছে অন্য খবর। শাহরুখ খানের সঙ্গেই নাকি ছবি করতে চলেছেন তিনি। যদিও এই খবরে সিলমোহর দেননি সুহানা কিংবা শাহরুখ খানের কেউই। তবে বলিউডের অন্দরমহলে এমনই গুঞ্জন বছরের শুরু থেকেই তুঙ্গে।





