Gossip: বান্ধবীর প্রেমিককেই ছিনিয়ে নিলেন শেষমেশ! সিনেপাড়ার নতুন ‘ত্রিকোণ’
Gossip: কাপুর কন্যা রিমা কাপুর জৈনের ছেলে আদর জৈন। তারা সুতারিয়ার সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পরেই ফের প্রেমে পড়েছেন তিনি। তাঁর নতুন প্রেমিকার নাম অলেখা আডবাণী। খবর সামনে আসার পরেই একটি ছবি ভাইরাল হয়েছে। আর এর পর থেকেই অলেখা তকমা পেয়েছেন ঘরভাঙানির!
কাপুর কন্যা রিমা কাপুর জৈনের ছেলে আদর জৈন। তারা সুতারিয়ার সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পরেই ফের প্রেমে পড়েছেন তিনি। তাঁর নতুন প্রেমিকার নাম অলেখা আডবাণী। খবর সামনে আসার পরেই একটি ছবি ভাইরাল হয়েছে। আর এর পর থেকেই অলেখা তকমা পেয়েছেন ঘরভাঙানির! কেন জানেন? কারণ ভাইরাল হওয়ায় ছবিই বলে দিচ্ছে তারা ও আদর– এই দু’জনকেই বহু দিন থেকে চেনেন অলেখা। দেখা যাচ্ছে, ছবিটিতে অলেখার এক পাশে তারা ও আর এক পাশে আদর। অলেখাই তাঁর ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিলেন এই ছবি।
শুধু কি তাই? আদর ও তারার মধ্যমণি হয়ে ছবি তোলার জন্য নিজেকে নিজেই তকমা দিয়েছিলেন, ‘থার্ড উইল’ অর্থাৎ ‘তৃতীয় ব্যক্তি’র। কিন্তু সত্যিই যে সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে দাঁড়াবেন তিনি তা কি আদপে ভেবেছিলেন কেউই? এমনকি তারাও? ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই অলেখাকে তুলনা করছেন হংসিকা মোটওয়ানির সঙ্গে। অনেকেই আবার বলছেন এ যেন ঠিক রণবীর কাপুর, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের গল্প। এক সময় ক্যাটরিনা ও আলিয়া ছিলেন প্রিয় বন্ধু। প্রিয় বন্ধুর প্রেমিক রণবীরকেই পরিবর্তে বিয়ে করেন আলিয়া। তবে সূত্র জানাচ্ছে, অলেখা কিন্তু তারার বন্ধু নন, তিনি ছিলেন মূলত আদরের বন্ধু। তারা ও আদরের বিচ্ছেদ হতেই বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে বিচ্ছেদ যে কেন হল, তা যদিও এখনও ধোঁয়াশা।
View this post on Instagram