Abhay Deol: খারাপ সময়েও দাদা সানি ও ববির সাহায্য চাননি, দাবি অভয় দেওলের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 10, 2021 | 9:38 AM

এক সাক্ষাৎকারে অভয় জানান, এক সময় তিনি ভাবতেন সাহাজ্য চাওয়া মানেই নিজেকে দুর্বল প্রমাণ করা। তাঁর কথায়, "আমি সব সময় ভেবে এসেছে কারও কাছে সাহায্য চাওয়া মানেই নিজেকে দুর্বল প্রমাণ করা। যা করার নিজেকেই করা উচিত।"

Abhay Deol: খারাপ সময়েও দাদা সানি ও ববির সাহায্য চাননি, দাবি অভয় দেওলের
অভয় দেওল।

Follow Us

সেলেব পরিবারেই জন্ম অভিনেতা অভয় দেওলের। অফবিট ছবিতেই পরিচিতি লাভ করলেও বলিউডে তথাকথিত সাফল্য এখনও তাঁর অধরা। অভয়ের দাবি, খারাপ সময়েও কারও থেকে সাহায্য চাননি তিনি। এমনকি দাদা সানি দেওল ও ববি দেওলের থেকেও নয়।

এক সাক্ষাৎকারে অভয় জানান, এক সময় তিনি ভাবতেন সাহাজ্য চাওয়া মানেই নিজেকে দুর্বল প্রমাণ করা। তাঁর কথায়, “আমি সব সময় ভেবে এসেছে কারও কাছে সাহায্য চাওয়া মানেই নিজেকে দুর্বল প্রমাণ করা। যা করার নিজেকেই করা উচিত।” যদিও তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি এই কনসেপ্টে বিশ্বাস করেন না। সাহায্য চাওয়ার হলে এখন কি তিনি চাইবেন? অভয়ের উত্তর, “এখন জীবনের এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে কেরিয়ার সাফল্য ব্যর্থতা আমায় খুব একটা ভাবায় না।” তবে কেরিয়ারের ক্ষেত্রে না হলেও জীবনের বাকি ক্ষেত্রে সাহায্য চাওয়ার প্রয়োজন হলে তাঁর মনে আর কোনও দ্বিধাবোধ থাকবে না বলেই দাবি অভিনেতার।

নেটিজেনদের জনপ্রিয়তা সেভাবে না পেলেও সমালোচকদের বরাবরই বড় প্রিয় অভয়। তাঁর দেব ডি থেকে শুরু সাংহাই, জিন্দেগি না মিলেগি দোবারা বক্স অফিসেও হিট। ২০০৫ সালে ইমতিয়াজ আলির ছবি ‘সোচা না থা; দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। বিপরীতে ছিলেন আয়েষা তাকিয়া। ধর্মেন্দ্র সম্পর্কে তাঁর কাকু হন। অভয়কে আগামী দিনে দেখা যাবে ভেল্লে ছবিতে। ওই ছবিতে তাঁর পাশাপাশি দেখা যাবে, করণ দেওলকেও, যিনি সম্পর্কে অভয়ের ভাইপো, সানি দেওলের ছেলে।

 

 

Next Article