অভিষেক বচ্চন। জন্মসূত্রেই বচ্চন পরিবারের ঐতিহ্য রয়েছে তাঁর সঙ্গে। এ হেন অভিষেককেও অপমানিত হতে হয়েছে বহুবার। না বলে ছবি থেকে বাদ দেওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু সহ্য করতে হয়েছে দিনের পর দিন। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পর সেই সব দিনের না ভোলা কথা নিয়ে বিস্ফোরক তিনি।
তাঁর কথায়, “ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু একবারের জন্য আমাকে জানানো হয়নি। আমি শুটিংয়ে পৌঁছে গিয়েছি। গিয়ে দেখছি আমার জায়গায় অন্য কেউ শুট করছে। অনেক বার হয়েছে মানুষ আপনার ফোন নেবে না। বলিউডে এটা ভীষণ স্বাভাবিক জানেন। আমার বাবাকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।” তিনি বচ্চন পুত্র, তাঁর বেলাতেও এই একই রকম হাবভাব? অভিষেকের দাবি, “হ্যাঁ”।
শুধু যে এই ঘটনা তা নয়, আরও এক ঘটনার কথা সাক্ষাৎকারে উল্লেখ করেছেন অভিষেক। তিনি জানিয়েছেন, একবার এক অ্যাওয়ার্ড শো’তে তিনি প্রথম সারিতে বসেছিলেন। তাঁর চেয়েও বড় সুপারস্টার আসায় তাঁকে সামনের সারি ছেড়ে দিতে বলা হয়। অভিষেক যোগ করেন, ” ওঁরা আমায় এসে বললেন, উঠে পড়ুন, পিছনে গিয়ে বসুন।” তবে তা নিয়ে অভিষেকের কোনও ক্ষোভ নেই। কষ্ট রয়েছে খানিক। শো-বিজে নাকি এরকমটাই হয়ে থাকে। তিনি যোগ করেন, “ঘুমোনোর আগে নিজেকে বলতাম নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে ওরা আর আমায় প্রথম সারি থেকে তুলে দিতে না পারে।”
অভিষেক হিট না ফ্লপ হিরো এ নিয়ে বিতর্ক এখনও জারি। অনেকেই মনে করেন বাবার নাম ভাঙিয়েই কাজ পেয়েছেন তিনি। আবার অনেকেরই বক্তব্য, তাঁকে ঠিকমতো ব্যবহারই করতে পারেনি ইন্ডাস্ট্রি। যদিও এ সব বিতর্কের ঊর্ধ্বে উঠে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অভিষেক। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর ছবি বব বিশ্বাস। ছবিটি দর্শকমহলে লাভ করেছে মিশ্র প্রতিক্রিয়া। হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ।
আরও পড়ুন- Indrani Halder: শ্রীময়ীকে দেখে হিংসে হয়, ওঁর মতো আমারও যদি এক রোহিত সেন থাকত: ইন্দ্রাণী হালদার