Payel De: ‘লঙ্কা চা-ও হতে পারে!’ কলকাতার রাস্তায় অবাক পায়েল দে

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 29, 2021 | 9:09 PM

Payel De: নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা সদ্য শুরু করেছেন পায়েল। তাঁর প্রথম ভিডিয়ো ইতিমধ্যেই দর্শক পছন্দ করছেন।

Follow Us

বাঙালির আড্ডায় চা মাস্ট। সেই চায়ের সন্ধানে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী পায়েল দে। পাটুলির কাছে খুঁজে পেলেন এক অভিনব চায়ের দোকান। যেখামে পাওয়া যায় লঙ্কা চা। সেই চা খেয়ে অবাক অভিনেত্রী।

লাল চা, মশলা চা, লঙ্কা চা, ধনেপাতা দেওয়া লঙ্কা চা, দুধ চা, স্পেশ্যাল লাল চা, স্পেশ্যাল দুধ চা, বিভিন্ন রকমের কফি তৈরি করা হয় ওই দোকানে। চায়ে চুমুক দিয়ে পায়েল বললেন, “অসাধারণ। যারা ফুচকা খেতে ভালবাসেন, তাদের এটা খুব ভাল লাগবে।”

নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা সদ্য শুরু করেছেন পায়েল। তাঁর প্রথম ভিডিয়ো ইতিমধ্যেই দর্শক পছন্দ করছেন। ছয় মিনিটের ভিডিয়োতে ধরা রয়েছে একটি গল্প। নিজের ভালবাসার মানুষের জন্য এক মহিলার অপেক্ষার জার্নি ধরা পড়েছে। ব্যাকগ্রাউন্ডে আশা ভোঁসলের গাওয়া বিখ্যাত গান ‘চ্যায়ন সে হামকো কভি…।’ কিন্তু পায়েল ব্যবহার করেছেন সৌরেন্দ্র-সৌম্যজিতের পারফর্ম করা গানটি।

নতুন যাত্রা। কেরিয়ারের নতুন পদক্ষেপ। অনেক আশা নিয়ে শুরু করছেন পায়েল। যে কোনও কাজের মতোই এ কাজেও তাঁর যত্নের কোনও অভাব নেই। নিজের মনের মতো করে, নিজে যে বিষয়গুলো ভালবাসেন প্রাথমিক ভাবে সে সব নিয়েই নিজস্ব চ্যানেলের জন্য কাজ করেছেন। অন্যরকম বেশ কিছু শুটিং ইতিমধ্যেই করেছেন তিনি।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে আগেই পায়েল বলেছিলেন, “মেনলি ইটস অ্যাবাউট দ্য আদার সাইড অব পায়েল। ট্রাভেলিং, মিক্সড ব্যাগ, কলকাতা শহরকে নিয়ে অনেক কিছু। চেষ্টা চালানো হচ্ছে। কতটা মানুষের ভাল লাগবে জানি না। তবে পায়েলের যে সব ভাললাগা সেগুলোকে এই চ্যানেলটাতে ইনকরপোরেট করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও একটা পরিকল্পনা আছে। রাস্তাঘাটে অনেক নিউ ট্যালেন্টস দেখতে পাই, সেগুলোও যদি ইনকরপোরেট করা যায়। এটা ভবিষ্যতের ভাবনা। তবে প্রাথমিক ভাবে শুরু করব পায়েলের অন্যদিক আর বন্ধুদের সঙ্গে এই সার্কেলে যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে কমিউনিকেশন…।”

আরও পড়ুন, Avijatrik: মুক্তির আগে শেষ চলচ্চিত্র উৎসবে তিনটি বিভাগে ‘অভিযাত্রিক’-এর সাফল্য

আরও পড়ুন, Bollywood couples: বলি ইন্ডাস্ট্রির কোন দম্পতিদের এ বছর বিয়ের পর প্রথম দিওয়ালি?

বাঙালির আড্ডায় চা মাস্ট। সেই চায়ের সন্ধানে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী পায়েল দে। পাটুলির কাছে খুঁজে পেলেন এক অভিনব চায়ের দোকান। যেখামে পাওয়া যায় লঙ্কা চা। সেই চা খেয়ে অবাক অভিনেত্রী।

লাল চা, মশলা চা, লঙ্কা চা, ধনেপাতা দেওয়া লঙ্কা চা, দুধ চা, স্পেশ্যাল লাল চা, স্পেশ্যাল দুধ চা, বিভিন্ন রকমের কফি তৈরি করা হয় ওই দোকানে। চায়ে চুমুক দিয়ে পায়েল বললেন, “অসাধারণ। যারা ফুচকা খেতে ভালবাসেন, তাদের এটা খুব ভাল লাগবে।”

নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা সদ্য শুরু করেছেন পায়েল। তাঁর প্রথম ভিডিয়ো ইতিমধ্যেই দর্শক পছন্দ করছেন। ছয় মিনিটের ভিডিয়োতে ধরা রয়েছে একটি গল্প। নিজের ভালবাসার মানুষের জন্য এক মহিলার অপেক্ষার জার্নি ধরা পড়েছে। ব্যাকগ্রাউন্ডে আশা ভোঁসলের গাওয়া বিখ্যাত গান ‘চ্যায়ন সে হামকো কভি…।’ কিন্তু পায়েল ব্যবহার করেছেন সৌরেন্দ্র-সৌম্যজিতের পারফর্ম করা গানটি।

নতুন যাত্রা। কেরিয়ারের নতুন পদক্ষেপ। অনেক আশা নিয়ে শুরু করছেন পায়েল। যে কোনও কাজের মতোই এ কাজেও তাঁর যত্নের কোনও অভাব নেই। নিজের মনের মতো করে, নিজে যে বিষয়গুলো ভালবাসেন প্রাথমিক ভাবে সে সব নিয়েই নিজস্ব চ্যানেলের জন্য কাজ করেছেন। অন্যরকম বেশ কিছু শুটিং ইতিমধ্যেই করেছেন তিনি।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে আগেই পায়েল বলেছিলেন, “মেনলি ইটস অ্যাবাউট দ্য আদার সাইড অব পায়েল। ট্রাভেলিং, মিক্সড ব্যাগ, কলকাতা শহরকে নিয়ে অনেক কিছু। চেষ্টা চালানো হচ্ছে। কতটা মানুষের ভাল লাগবে জানি না। তবে পায়েলের যে সব ভাললাগা সেগুলোকে এই চ্যানেলটাতে ইনকরপোরেট করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও একটা পরিকল্পনা আছে। রাস্তাঘাটে অনেক নিউ ট্যালেন্টস দেখতে পাই, সেগুলোও যদি ইনকরপোরেট করা যায়। এটা ভবিষ্যতের ভাবনা। তবে প্রাথমিক ভাবে শুরু করব পায়েলের অন্যদিক আর বন্ধুদের সঙ্গে এই সার্কেলে যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে কমিউনিকেশন…।”

আরও পড়ুন, Avijatrik: মুক্তির আগে শেষ চলচ্চিত্র উৎসবে তিনটি বিভাগে ‘অভিযাত্রিক’-এর সাফল্য

আরও পড়ুন, Bollywood couples: বলি ইন্ডাস্ট্রির কোন দম্পতিদের এ বছর বিয়ের পর প্রথম দিওয়ালি?

Next Article