Aditya-Ananya:বিদেশের মাটিতে রোম্যান্স তুঙ্গে, অনন্যা-আদিত্যের ঘনিষ্ট মুহূর্ত ঘিরে জল্পনা
Gossip: ঝড়ের গতিতে ভাইরাল হল বিদেশের মাটি থেকে সেই খবর। লন্ডনে এখন ছুটি কাটাচ্ছেন জুটি, না গোপনে প্রেম নয়। প্রকাশের রাস্তায় একে অপরের সঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক পোজ়ে মত্ত।
আদিত্য নয় কাপুড় ও অনন্যা পাণ্ডে একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন, এমনই খবর বেশ কিছুদিন ধরে বলিউডের অন্দরমহলে ঘুরে বেড়াচ্ছে। তবে এই সম্পর্কের খবর কেবলই জল্পনা কিংবা রটনা নয়, এবার তা হাতে গরম প্রমান দিলেন এই জুটি নিজেরাই। বহু জায়গায় তাঁদের এক সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে। কখনও ব়্যাম্পে কখনও আবার কোনও ইভেন্টে, পার্টিতে, একসঙ্গে উপস্থিত হয়ে থাকেন এই জুটি। তবে মেয়ের সম্পর্ক নিয়ে বিন্দুমাত্র মুখ খোলেননি চাঙ্কি পাণ্ডে। যদিও অনন্যা যে সত্যিই একপ্রকার ছুটিয়ে প্রেম করছে সে সত্যি জানতে কারও বাকি রইল না।
ঝড়ের গতিতে ভাইরাল হল বিদেশের মাটি থেকে সেই খবর। লন্ডনে এখন ছুটি কাটাচ্ছেন জুটি, না গোপনে প্রেম নয়। প্রকাশের রাস্তায় একে অপরের সঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক পোজ়ে মত্ত। সেই ছবি পেছন থেকে অজান্তেই ফ্রেম বন্দি করলেন ভক্তরা। বর্তমানে নেট দুনিয়ায় তা হাতে হাতে ভাইরাল। যদিও এই ছবি যে লিক হয়ে গিয়েছে বলেই তাঁদের। সম্পর্কে খবর সামনে এসেছে এমনটা নয়। অনন্যা পাণ্ডে নিজে স্ট্যাটাসে শেয়ার করেছেন এই ছবি। তবে বিয়ে নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চান না অভিনেত্রী। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডেকে বলতে শোনা যায়, তাঁর যা বয়স, তিনি এখন কেবলই কেরিয়ারে ফোকাস করতে চান। বিয়ে নিয়ে ভাবার মতো বয়সে তিনি পৌঁছেননি। অন্যদিকে আদিত্য রায় কাপুর এই সম্পর্ক প্রসঙ্গে মুখে এঁটেছেন কুলুপ। সম্প্রতি মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুরের নাইট ম্যানেজার ওটিটি সিরিজ। যা পলকে ভাইরাল হয় নেট দুনিয়ায়। অন্যদিকে অনন্যা পাণ্ডেও এখন তাঁর আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। তার মাঝেই খানিক ছুটিতে সেলিব্রেশন জুটির।
View this post on Instagram