Aditya Roy Kapoor: বলিউডে পসার জমল না? খরচ সামলাতে হোটেলে কাজ নিলেন আদিত্য রায় কাপুর!
The Night Manager: ছবির প্রচার ছাড়াও আরও এক বিষয় বর্তমানে চর্চা কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেতা আদিত্য রায় কাপুর।
অভিনেতা আদিত্য রায় কাপুর, একের পর এক ছবি তাঁর ঝুলিতে থাকলেও সেভাবে বক্স অফিস হিটের তালিকায় নাম পাওয়া যাচ্ছে না তাঁর। যদিও একটা সময় এই স্টারই ‘আশিকি ২’, ‘ভুল ভুলাইয়া’-র মতো ছবি করেছেন। তারপর থেকেই ভাগ্যের চাকা যেন ঘুরেও ঘুরছে না। বর্তমানে কড়া প্রতিযোগিতার বাজারে কি তবে বলিউড থেকে এবার ব্রাত্য অভিনেতা! হঠাৎ করে হোটেলে কেন কাজ করতে ছুটলেন! নিজের খরচ চালাতে গিয়েই কি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি! সম্প্রতি এক বিলাসবহুল হোটেলে ফ্রেমবন্দি হন আদিত্য রায় কাপুর। সেখানে ম্যানেজারের পদের কাজ করতে দেখা যায় তাঁকে। নিজে হাতেই অতিথিদের দিচ্ছেন হোটেল ঘরের চাবি, পাশে কোনও সহযোগী নিয়ে নয়, একা হাতে সামলাচ্ছেন রিসেপশন।
অনেকেই প্রথমটায় দেখে বিশ্বাসই করতে পারলেন না নিজেক চোখকে যে সত্যি সামনে আদিত্য রায় কাপুর দাঁড়িয়ে রয়েছেন। কেউ-কেউ আবার ছুটে গিয়ে করে বসলেন সেলফির আবদার। তবে না, বলিউড থেকে সরে দাঁড়ানো হয়। বরং এবার আদিত্য রায় কাপুর করতে চলেছেন তাঁর ওটিটি ডেবিউ। তারই জেরে এত আয়োজন। ছবিতে থাকা তাঁর চরিত্রই এবার নেমে এল বাস্তবের মাটিতে।
সম্প্রতি ছবির প্রচারে গ্রাউন জিরো থেকে প্রচেষ্টা চালাচ্ছেন অভিনেতারা। চেষ্টা করছেন ভক্তদের যতটা কাছে পৌঁছানো যায়, ততটাই কাছে গিয়ে ছবির প্রমোশন করতে। ছকভাঙা উপায়ে চর্চার কেন্দ্রে উঠে আসতে। আর সেই কারণেই এবার আদিত্য রায় কাপুরকে দেখা গেল এবার এই ভূমিকায়। কারণ তাঁর আগামী ছবি ‘দ্য নাইট ম্যানেজ়ার’ মুক্তি পেতে চলেছে হটস্টার-এ। ছবিতে অন্যান্য ভূমিকাতে রয়েছেন অনীল কাপুর, আদিত্য রায় কাপুর, তিলোত্তমা সোম, সবিতা ধূলিপাতা শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।
View this post on Instagram
তবে ছবির প্রচার ছাড়াও আরও এক বিষয় বর্তমানে চর্চা কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেতা আদিত্য রায় কাপুর ব্যক্তিগত সম্পর্ক ঘিরে। সম্প্রতি তাঁর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী অনন্যা পাণ্ডের। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর বিয়েতেও তাঁদের এক সঙ্গে উপস্থিত হতে দেখা যায়।