স্পাইডারম্যান সেজে কাজ হল, করণকে রাখি পরাতে বিগবসে রাখি সাওয়ান্ত

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 21, 2021 | 4:44 PM

লাইমলাইটে থাকতে তাঁর এই ট্রিক যে বিফলে যায় না তা আগেরবারেই বিগবসের বাড়িতে নজরে এসেছিল। অভিনবের সঙ্গে তাঁর প্রেমের অভিনয়, কিংবা ‘জুলি’র আত্মার ভর– শো মাতিয়ে রেখেছিলেন রাখি।

স্পাইডারম্যান সেজে কাজ হল, করণকে রাখি পরাতে বিগবসে রাখি সাওয়ান্ত
রাখি

Follow Us

স্পাইডারম্যান সেজে বিগবসের সেটের সামনে ধর্নায় বসেছিলেন রাখি সাওয়ান্ত। চিৎকার করে বলেছিলেন, “বিগবস মুঝে আন্দার আনে দো”। রাখির এই অভিনব স্টান্টে শেষমেশ কাজ হল। বিগবসের অন্দরে ডাক পেলেন তিনি। সেই খবর শেয়ার করে উচ্ছ্বসিত রাখি। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গেল, “করণ (জোহর) ভাইয়া তোমায় রাখি পরাতে রাখি আসছে…”।

খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাখি এ দিন বলেন, “শায়াদ মেরি শাদি কা খ্যায়াল…অবশেষে আমার অপেক্ষার শেষ। বিগবস আমায় ডেকেছে। আপনারা সবাই তৈরি তো? বিগবসের জন্য আমি জিলিপি, সিঙ্গাড়া সব নিয়ে আসছি। গাইজ…আই অ্যাম সো হ্যাপি। সবার ব্যান্ড বাজাব।”

সম্প্রতি শুরু হয়েছে বিগবস ওটিটি। দুই সপ্তাহ যেতে না যেতেই জমে উঠেছে সেই শো। হয়েছে প্রথম রাউন্ডের বাতিল পর্বও। শো’র সঞ্চালক করণ জোহর রয়েছেন ভরপুর স্পিরিটে। ইতিমধ্যেই সেই শো’য়ে ডাক পেয়েছেন প্রাক্তন বিগবস প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। কিন্তু কিছুতেই ডাক পাচ্ছিলেন না রাখি। আর সেই অভিমানেই ডিন চারেক আগে বিগবসের উদ্দেশ্যে একটি ভিডিয়োয় সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন তিনি। সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছিলেন, “আমি কোথায় বিগবস? এই বারে তো আমাকে ডাকলেনই না। আপনি সিডনাজ (সিদ্ধার্থ-শেহনাজ) কে ডাকলেন। কিন্তু আমাকে ডাকলেন না কেন? আমি খুব দুঃখ পেয়েছি।” ভিডিয়োতেই রাখু হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি আসছেন। তিনি বলেন, “বিগবসের বাড়িতে সবার মাথা এত গরম হয়ে আছে যে আমাকে দরকার তাঁদের। আমি আসছি বিগবস, আমাকে কেউ আটকাতে পারবে না।”

 

 

যেমন বলা তেমন কাজ। সত্যিই হাজির হলেন রাখি। হাতে সুটকেস। গলায় গয়না। আর পরনে স্পাইডারম্যানের পোশাক… রাস্তাতেই বসে পড়লেন তিনি। বিগবসের নাম ধরে চিৎকার করতে করতে রাখি বলতে শুরু করেন, “প্লিজ বিগবস, মুঝে বুলালো”। রাখির ওই স্টান্টের কিছুদিন পার হতেই হাতেনাতে মিলল ফল। বিগবস ডেকে পাঠাল ‘বিনোদনের পাওয়ার প্যাক’কে। রাখির বিগবসের আগমনের খবর শুনে খুশি তাঁর ভক্তরা। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। নির্মাতারাও আশাবাদী। রাখি মানেই যে আলাদা কিছু করবেন সে প্রমাণ অতীতেও অনেকবার মিলেছে।

লাইমলাইটে থাকতে তাঁর এই ট্রিক যে বিফলে যায় না তা আগেরবারেই বিগবসের বাড়িতে নজরে এসেছিল। অভিনবের সঙ্গে তাঁর প্রেমের অভিনয়, কিংবা ‘জুলি’র আত্মার ভর– শো মাতিয়ে রেখেছিলেন রাখি। টিআরপি’ও উঠেছিল চড়চড় করে। রাখি জিততে পারেননি ঠিকই। দর্শক পেয়েছিল একরাশ বিনোদন। বিগবস কিছুদিন ওটিটি প্ল্যাটফর্মে চলার পর তা টেলিকাস্ট হবে টিভিতে। টিভির বিগবস সঞ্চালনার দায়িত্ব থাকবে সলমন খানের উপরেই। ওটিটির বিগবস অবশ্য সঞ্চালনা করছেন করণ জোহর। করণ জোহরে কে বলিপাড়ার ‘গসিপ এজেন্ট’ বলা হয়। তিনি সঞ্চালক, তাই শো’র টিআরপি নিয়ে নির্মাতারা যে আশাবাদী তা বলার অপেক্ষাই রাখে না। এরই মধ্যে এ বারের প্রতিযোগীরাও কেউ কারও থেকে কম নয়। এ বার প্রকাশ্যে রাখির যুক্ত হওয়ার খবরও? টিআরপি কি দেখবে লাভের মুখ? উত্তরের অপেক্ষায় নির্মাতা থেকে নেটিজেন।

আরও পড়ুন- ভিডিয়ো: মাধুরীর সঙ্গে ‘ঘাঘরা’ গানে জমিয়ে নাচ শেহনাজের, বাকরুদ্ধ সিদ্ধার্থ

Next Article