অক্ষয় কুমার তাঁর ডিজিটাল ডেবিউ, ‘দ্য এন্ড’ নিয়ে প্রায় প্রস্তুত। প্রযোজক বিক্রম মালহোত্রা বলেন, অভিনেতা তাঁর ডিজিটাল ডেবিউ সম্ভবত চলতি বছরের শেষের দিকে কিংবা ২০২২ এর প্রথম দিকে প্রযোজনার কাজ শুরু হতে পারে। ২০১৯ সালে ঘোষণা হয় যে অ্যাকশন-থ্রিলার সিরিজটি অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং করা হবে। ৯০ কোটি টাকা দেওয়া হয়েছিল অক্ষয়কে যা কোনও ভারতীয় ওয়েব সিরিজের জন্য কোনও অভিনেতাকে দেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
তবে অন্যান্য সমস্ত প্রযোজনার সঙ্গে কোভিড মহামারীর কারণে পিছিয়ে যায় সিরিজের কাজ। বিদ্যা বালনের ‘শেরনি’র জন্য প্রচার অনুষ্ঠানের সময় প্রযোজক বিক্রম মালহোত্রা ‘দ্য এন্ড’ সম্পর্কে কথা বলেন। ছবির প্রযোজক সংস্থা আবুদান্তিয়া এন্টারটেনমেন্টের নাম উল্লেখ করে বিক্রম বলেন, “আমাদের মতো স্রষ্টা এমন প্ল্যাটফর্মের সন্ধান করছেন যা কি না মনে হয় নিজেদের ঘরের মতো। আমাদের সংবেদনশীলতা এবং সৃজনশীল প্রচেষ্টা এক মাত্রা রায়। আমরা অ্যামাজন প্রাইম ভিডিয়োর থেকে তেমন উষ্ণতা পেয়েছি। ‘ব্রিদ’ ছাড়াও ‘হাশ হাশ’-এর মতো আরও কয়েকটি সিরিজ রয়েছে যা প্রযোজনার মধ্যে রয়ছে, মহামারীর কারণে আমাদের বিরতি নিতে হয়েছিল। অক্ষয় কুমারের ‘দ্য এন্ড’ রয়েছে। পরিস্থিতি কেমন তার উপর নির্ভর করে এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে কাজের প্রস্তুতি শুরু হতে চলেছে,”
শোনা যাচ্ছে ‘দ্য এন্ড’ ভবিষ্যৎকেন্দ্রিক এক গল্প এবং একটি সার্ভাইভাল থ্রিলার।