‘ভূজ..’ না চললেও আমার চরিত্র প্রশংসিত হয়েছে: অ্যামি ভির্ক

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 29, 2021 | 8:40 AM

Ammy Virk: ছবিতে ফ্লাইট লিউটিন্যান্ট বিক্রম সিং বাজ জেঠাজের চরিত্রে অভিনয় করেছেন অ্যামি। সকলের থেকে প্রশংসা কুড়িয়ে আনন্দে তাঁর মাটিতে পা পড়ছে না।

ভূজ.. না চললেও আমার চরিত্র প্রশংসিত হয়েছে: অ্যামি ভির্ক
অ্যামি ভির্ক

Follow Us

অজয় দেবগন অভিনীত সাম্প্রতিকতম মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’। হলে মুক্তি পায়নি এই ছবি। ১৩ অগস্ট থেকে স্ট্রিম করতে শুরু করেছে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন দর্শক। কারও খুব ভাল লেগেছে। কেউ বলছেন, ঠিক জমেনি।

অজয়ের এই ছবিতে অভিনয় করেছেন পাঞ্জাবি অভিনেতা অ্যামি ভির্ক। এটি তাঁর প্রথম বলিউড ছবি। ছবি সেরকমভাবে সাড়া না ফেললেও অ্যামির অভিনয় দাগ কেটেছে, যে কারণে নানা মহলে প্রশংসিত হচ্ছেন তিনি। দর্শকের বেশ পছন্দ হয়েছে তাঁকে। যার পর থেকে আনন্দে মাটিতে পা পড়ছে না অভিনেতার।

 

ছবিতে ফ্লাইট লিউটিন্যান্ট বিক্রম সিং বাজ জেঠাজের চরিত্রে অভিনয় করেছেন অ্যামি। বলেছেন, “আমি বেশ ভয়ে ছিলাম। মনে প্রশ্ন জাগত, দর্শক আমাকে পছন্দ করবেন তো? এটা আমার বলিউড ডেবিউ। ছবিটা সেভাবে চলল না ঠিকই। কিন্তু আমার কাজ মানুষের পছন্দ হয়েছে। চরিত্রটার প্রতি ন্যায় করতে পেরেছি ভেবে ভাল লাগছে। সমালোচকদের আমাকে নিয়ে লেখাও আমি পড়েছি। তাঁরা আমাকে ‘ভাল’ বলেছেন। আমার পিআর টিম সবটাই আমাকে দেখিয়েছে। নিজেকে নিয়ে আমি এখন আশাবাদী। আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আশা করছি আগামী দিনে আরও ভাল কাজ দর্শককে উপহার দিতে পারব।”

শুধু ‘ভূজ…’ নয়। এর পর আরও ছবি রয়েছে অ্যামির পাইপ লাইনে। রণবীর সিং অভিনীত ‘৮৩’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ছবিটিই তাঁর বলিউড ডেবিউ ছবি হওয়ার কথা ছিল। ‘৮৩’ তাঁর প্রথম বলি-ডেবিউ হতে পারল না বলে কি দুঃখিত অ্যামি, জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন, “না, এরকম কোনও ব্যাপার নয়। এরকমটা তো হওয়ারই ছিল। এই ছবিটিও রিলিজ করবে। যা হবে ভালই হবে।”

আরও পড়ুনপ্রিয় বন্ধুর ছবি থেকে সরলেন অভিষেক, জানালেন কি কারণ?

আরও পড়ুনবাবার উপদেশেই কঙ্গনার সঙ্গে বিচ্ছেদ মেনে নেওয়া সহজ হয়েছিল: অধ্যয়ন সুমন

Next Article