প্রিয় বন্ধুর ছবি থেকে সরলেন অভিষেক, জানালেন কি কারণ?

Abhishek Bachchan: ছবির শুটিংয়ের সময় না পালটালেও, অভিষেকের বিকল্প খোঁজার কাজ চলছে জোর কদমে।

প্রিয় বন্ধুর ছবি থেকে সরলেন অভিষেক, জানালেন কি কারণ?
জন আব্রাহাম ও অভিষেক বচ্চন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 8:02 AM

২০২০ সালে যদি ফিরে যাওয়া যায়। অভিনেতা জন আব্রাহাম ঘোষণা করেছিলেন মালায়ালাম ছবি ‘আয়াপ্পানাম কোশিয়াম’ রিমেক তৈরির সত্ব কিনেছেন তিনি। ছবিতে পৃথ্বীরাজ সুকুমারণ ও বিজু মেনন অভিনয় করেছিলেন প্রধান চরিত্রে। ২০২০ সালের ২৬শে মে ছবি রিমেকের ঘোষণা করেছিলেন জন। জানা গিয়েছিল, অভিনেতার প্রযোজনা সংস্থা জে এ এন্টারটেইনমেন্ট থেকেই তৈরি হবে রিমেকটি। আর জানা গিয়েছিল, সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তাঁর প্রাণের বন্ধু অভিষেক বচ্চন।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তি পায় ‘দোস্তানা’। করণ জোহর প্রযোজিত ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন জন ও অভিষেক। প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন সেই ছবিতে। ছিলেন কিরণ খেরও। সেই ছবির পর জন-অভিষেকের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়। যদিও তাঁদের আর অন্য কোনও ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। ২০০৮-এর পর ২০২০। দীর্ঘ ১২ বছর পর জানা যায় জন ও অভিষেক ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। তাঁদের ফের যুগ্ম কাজের খবর শুনে খুশি হয়েছিলেন জন ও অভিষেকের ভক্তরাও। অনেকেরই মনে হয়েছিল, ‘দোস্তানা’র মিলন হচ্ছে ফের। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই মিলনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে ভক্তদের।

কী এমন ঘটল?

পরিকল্পনা মতো ছবির পরিচালক জগন শক্তি কাজ করা শুরু করে দিয়েছিলেন। ২০২১ সালের নভেম্বর মাস থেকে ছবি ফ্লোরে যাওয়ার কথা। সব ঠিকঠাক। তবে এখন শোনা যাচ্ছে, ‘আয়াপ্পানাম কোশিয়াম’-এর রিমেকে নাকি কাজ করছেন না অভিষেক। ছবি থেকে নাকি সরে এসেছেন তিনি। কয়েকদিন আগে অভিষেক নিজে গিয়েছিলেন জনের কাছে। তাঁর ও তাঁর টিমের সঙ্গে খোলামেলা কথা বলেন জুনিয়র বচ্চন। ছবিকে ঘিরে তাঁর সমস্যার কথা স্পষ্টভাবে ব্যক্ত করেন সেই টিম মিটিংয়ে। দীর্ঘ আলোচনার পর জনেরও মনে হয়েছে ছবি থেকে অভিষেকের সরে আসা উচিত।

এই ঘটনার পর নতুন করে সবটা সাজাতে হচ্ছে জন ও তাঁর টিমকে। ছবির শুটিংয়ের সময় না পালটালেও, অভিষেকের বিকল্প খোঁজার কাজ চলছে জোর কদমে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় সাচি পরিচালিত, রঞ্জিত-পি এম শসিধরণ প্রযোজিত অ্যাকশন থ্রিলার ‘আয়াপ্পানাম কোশিয়াম’। এক প্রাক্তন হাবিলদার ও সাব-ইনসপেক্টরের সংঘর্ষের গল্প বলে এই ছবি।

কিছুদিন আগে অসুস্থ অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিষেককে। হাতে চোট পেয়েছিলেন বচ্চন পুত্র। ‘দসভি’ ছবিতে কাজ করবেন অভিষেক। তামিল ছবি ‘ওতথা সেরুপ্পু সাইজ ৭’-এর হিন্দি রিমেকেও কাজ করবেন। তাঁকে দেখা যাবে ‘বব বিশ্বাস’ ছবিতে ‘বব বিশ্বাস’-এর চরিত্রেই।

আরও পড়ুনশাহরুখের সঙ্গে ব্যক্তি সম্পর্ক ভাল নয়, বরং উদ্বেগের, স্বীকার করেছিলেন আমির!

আরও পড়ুনএ বার ঘরোয়া সমস্যাতেও ফ্যানেদের জড়িয়ে ফেলায় ক্ষমা চাইলেন বিগ-বি!