সময় কাটছে না? ফ্যামিলি ম্যান ছাড়াও আরও পাঁচ স্পাই থ্রিলারের খোঁজ রইল…

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 04, 2021 | 4:18 PM

আরও পাঁচ স্পাই থ্রিলারের হদিশ আপনাকে দিচ্ছে টিভিনাইন বাংলা।

Follow Us

 

মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত সিরিজ ফ্যামিলি ম্যানের দ্বিতীয় পর্ব। সকাল থেকেই ওটিটিতে ভিড়। ইতিমধ্যেই যদি আপনি ফ্যামিলি ম্যান ২ দেখে ফেলে থাকেন তবে ওই রকমই আরও পাঁচ স্পাই থ্রিলারের হদিশ আপনাকে দিচ্ছে টিভিনাইন বাংলা।

বার্ড অব ব্লাড- পরিচালকের ভূমিকায় এক বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্ত। বিলাল সিদ্দিকীর এক উপন্যাসের উপর নির্ভর করে এই ছবি। অভিনয় করেছিলেন ইমরান হাসমি, বিনীত কুমার সিংসহ অনেকেই। সাতটি এপিসোডের এই সিরিজ পেয়ে যাবেন নেটফ্লিক্সে।

ক্র্যাকডাউন- পরিচালনায় অপূর্ব লখিয়া। সিরিজে অভিনয় করেছেন সাকিব সালিম, শ্রিয়া পিলগাঁওকারসহ অনেকেই। তবে সমালোচকদের মতে এই সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই উচ্চ ডেসিমেলের যে কখনও কখনও আপনাকে মিউট করে দেখতে হতে পারে। দেখা যাবে ভুট সিলেক্টে।

কাঠমান্ডু কানেকশন-সিরিজের কেন্দ্রে এক পুলিশ অফিসার, এক সিবিআই অফিসার এবং এক নিউজ অ্যাঙ্কর। গল্প বলার ধরন একটু একঘেয়ে লাগতে পারে। কিন্তু মোটের উপর ভাল। মোট ছয়টি এপিসোড রয়েছে। দেখা যাবে সোনি লাইভে।

লন্ডন কনফেডেনশিয়াল- মুখ্য ভূমিকায় রয়েছেন মৌনী রায় এবং পূরব কোহালি। চিনের এক ভাইরাস দ্বারা নাকি আক্রান্ত ভারত। এই নিয়ে সিরিজের প্লট। দেখতে পারেন। দেখা যাবে জি ফাইভে।

আরও পড়ুন- প্রিয়াঙ্কার পোস্টে ফিরল রাহুলের ‘স্মৃতি’, অভিনেত্রীর ক্যাপশন নিয়ে জোর জল্পনা টলিপাড়ায়

স্পেশ্যাল অপস
পরিচালনায় নীরজ পান্ডে। দর্শকমহলে ভালই গুঞ্জন সৃষ্টি করেছিল এই সিরিজ। ফ্যামিলি ম্যানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। হটস্টারে রয়েছে সিরিজটি।

 

মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত সিরিজ ফ্যামিলি ম্যানের দ্বিতীয় পর্ব। সকাল থেকেই ওটিটিতে ভিড়। ইতিমধ্যেই যদি আপনি ফ্যামিলি ম্যান ২ দেখে ফেলে থাকেন তবে ওই রকমই আরও পাঁচ স্পাই থ্রিলারের হদিশ আপনাকে দিচ্ছে টিভিনাইন বাংলা।

বার্ড অব ব্লাড- পরিচালকের ভূমিকায় এক বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্ত। বিলাল সিদ্দিকীর এক উপন্যাসের উপর নির্ভর করে এই ছবি। অভিনয় করেছিলেন ইমরান হাসমি, বিনীত কুমার সিংসহ অনেকেই। সাতটি এপিসোডের এই সিরিজ পেয়ে যাবেন নেটফ্লিক্সে।

ক্র্যাকডাউন- পরিচালনায় অপূর্ব লখিয়া। সিরিজে অভিনয় করেছেন সাকিব সালিম, শ্রিয়া পিলগাঁওকারসহ অনেকেই। তবে সমালোচকদের মতে এই সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই উচ্চ ডেসিমেলের যে কখনও কখনও আপনাকে মিউট করে দেখতে হতে পারে। দেখা যাবে ভুট সিলেক্টে।

কাঠমান্ডু কানেকশন-সিরিজের কেন্দ্রে এক পুলিশ অফিসার, এক সিবিআই অফিসার এবং এক নিউজ অ্যাঙ্কর। গল্প বলার ধরন একটু একঘেয়ে লাগতে পারে। কিন্তু মোটের উপর ভাল। মোট ছয়টি এপিসোড রয়েছে। দেখা যাবে সোনি লাইভে।

লন্ডন কনফেডেনশিয়াল- মুখ্য ভূমিকায় রয়েছেন মৌনী রায় এবং পূরব কোহালি। চিনের এক ভাইরাস দ্বারা নাকি আক্রান্ত ভারত। এই নিয়ে সিরিজের প্লট। দেখতে পারেন। দেখা যাবে জি ফাইভে।

আরও পড়ুন- প্রিয়াঙ্কার পোস্টে ফিরল রাহুলের ‘স্মৃতি’, অভিনেত্রীর ক্যাপশন নিয়ে জোর জল্পনা টলিপাড়ায়

স্পেশ্যাল অপস
পরিচালনায় নীরজ পান্ডে। দর্শকমহলে ভালই গুঞ্জন সৃষ্টি করেছিল এই সিরিজ। ফ্যামিলি ম্যানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। হটস্টারে রয়েছে সিরিজটি।

Next Article