Aryan Khan: বলিউডে বড় ব্রেক, ডেবিউ হচ্ছে আরিয়ানের, তবে অভিনেতা হিসেবে নয়!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 22, 2022 | 6:37 PM

Aryan Khan: গত বছরের শেষের দিকে বিতর্ক সঙ্গী হয়েছিল খান পরিবারে। গত অক্টোবরে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় আরিয়ানকে। হাজতবাসও করতে হয় তাঁকে।

Aryan Khan: বলিউডে বড় ব্রেক, ডেবিউ হচ্ছে আরিয়ানের, তবে অভিনেতা হিসেবে নয়!
বলিউডে বড় ব্রেক, ডেবিউ হচ্ছে আরিয়ানের, প্রযোজক বাবা শাহরুখই

Follow Us

মাদক কাণ্ড-বিতর্ক এখন অতীত। আরিয়ান খানের জীবনে নতুন ব্রেক। বলিউডে পা রাখতে চলেছেন তিনি। তবে ক্যামেরার সামনে নয়, ক্যামেরার নেপথ্যেই দেখা যাবে তাঁকে। পিঙ্কভিলার এক রিপোর্ট জানাচ্ছে, এক ওয়েবসিরিজের চিত্রনাট্যকার হিসেবে নাকি দেখা যেতে চলেছে তাঁকে। তবে এ ক্ষেত্রেই নাবিকের ভূমিকায় থাকছেন বাবা শাহরুখ খানই। এসআরকে আর গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’-এর তরফেই নাকি প্রযোজিত হবে ওই সিরিজ।

সূত্র বলছে, “অ্যামাজন প্রাইমে দেখানো হবে ওই সিরিজ। রেড চিলিজ থেকে প্রযোজিত হবে একটি ছবিও। ওয়েব সিরিজের লেখকের দায়িত্বে থাকবেন আরিয়ান।” শোনা যাচ্ছে, এক ‘ডাই-হার্ড’ ফ্যানের গল্প হবে আরিয়ানের ওই সিরিজ। সঙ্গে থাকবে নানা ওঠাপড়া। যদি সব কিছু ঠিক থাকে তবে এই বছরেই শুরু হবে শুটিং।

গত বছরের শেষের দিকে বিতর্ক সঙ্গী হয়েছিল খান পরিবারে। গত অক্টোবরে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় আরিয়ানকে। হাজতবাসও করতে হয় তাঁকে। যদিও পরবর্তীতে জামিনে মুক্ত হন তিনি। এর পরেই খানিক ব্যাকফুটেই ছিলেন আরিয়ান। তবে সম্প্রতি আইপিএল নিলামে দেখা গিয়েছে তাঁকে। বাবার জায়গায় বোন সুহানাকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এবার ফিরছেন কাজেও। ক্রমে স্বাভাবিক হচ্ছে জীবন।

প্রসঙ্গত, আরিয়ান যে অভিনেতা হতে চান না এ কথা ২০১৯ সালে ডেভিড লেটারম্যানের চ্যাট শো’তে নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান। তিনি বলেছিলেন, “ও নিজেই আমাকে বলেছিল আমার মনে হয় না আমি অভিনয় করতে চাই… ও ভাল লেখে।” ছেলের সেই ইচ্ছেই অবশেষে পূরণ করতে চলেছেন বাবা। কবে তার অফিসিয়াল ঘোষণা হয় এখন সেটাই দেখার।

আরও পড়ুন- Ushasie Chakraborty: পোশাক নিয়ে খাপ পঞ্চায়েত বাম সংস্কৃতির মধ্যে পড়ে না: বাবার জন্মদিনে খোলা চিঠি উষসীর

 

Next Article