কিছুদিন আগেই বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন টেলি অভিনেতা জিশান খান। সহ-প্রতিযোগীর সঙ্গে হাতাহাতি, মারামারি করেছিলেন জিশান। ফল, তাঁকে বেরিয়ে যেতে হয় বিগ বসের বাড়ি থেকে। অনেকে তাঁর চলে যাওয়ায় দুঃখ পেয়েছেন। প্রতিযোগীদের অনেকেই চোখের জল ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় মারামারি থেকে হওয়া ক্ষতর ছবিও পোস্ট করেছিলেন জিশান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিশান বলেছেন, “আমিই এই শোয়ের বিজয়ী। আমি সকলের মন জয় করেছি। শোয়ের ভিতরে ও বাইরে সকলের মনে জায়গা করে নিয়েছি। সেটাই আসল ট্রোফি আর আমি ইতিমধ্যেই সেটা পেয়ে গিয়েছি। আজ যদি আমি বিগ বসের বাড়িতে থাকতাম ট্রোফিটি আমারই হত। আমি সবকটি টাস্কে উত্তীর্ণ হয়েছি। আমার থেকে ভাল ও যোগ্য প্রতিযোগী খুঁজে পেয়ে দেখাক কেউ। তারপর বাকি কথা বলব।”
তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি মাথা ঠান্ডা রাখতে পারতেন, তা হলে কি এই পরিণতি হত? তাঁকে কি বেরিয়ে আসতে হত ? জবাবে জিশান বলেন, “আমি আমার মাথা ঠান্ডাই রেখেছিলাম। টাস্কের দিকে মন দিয়েছিলাম। কিন্তু আমার সহ-প্রতিযোগীরা অনেকেই সেই মানসিকতার ছিলেন না। আবারও বলছি, আমি এই বিষয়গুলি নিয়ে কথা বলার কেউ নই। দর্শকই এর বিচার করবেন। তাঁরাই বাইরে থেকে বিগ বসের বাড়ির সমস্ত কীর্তিকলাপ দেখছেন। আমার সমস্ত মনযোগ ছিল টাস্কের দিকেই।”
প্রতি রবিবার ‘সান্ডে কা ওয়ার’ হয় বিগ বসে। সেখানে হোস্ট করণ আসেন। কথা বলেন প্রতিযোগীদের সঙ্গে। জিশানের বক্তব্য, তাঁকে সেখানে কথা বলতে দেওয়া হয়নি। ফলে, নিজের কথা তিনি বলতে পারেননি। তিনি মনে করেন, “আমাকে কথা বলতে দেওয়া হলে করণ জোহরের আমার ব্যাপারে অন্য ধারণা তৈরি হতে পারত।”
তাহলে কি করণই জিশানের সঙ্গে সুবিচার করেননি। উত্তরে জিশান বলেছেন, “আমি সেটা বলার কেউ নই। শোতে প্রত্যেক প্রতিযোগীর উপরই বাড়তি চাপ সৃষ্টি করা হয়। তবে আমি করণকে কোনও কিছুর জন্য দায়ী করতে চাই না। আমি যখন শোতে গিয়েছিলাম আমার কোনও শক্তিই ছিল না। যখন বেরোলাম অনেকের মন জয় করে বেরোলাম। দর্শক ভালভাবেই জানেন আমি কী করেছি। তাঁরাই বিচার করুন।”
শোয়ে বন্ধু তৈরি হয়েছে জিশানের। সহ-প্রতিযোগী দিব্যা আগরওয়াল ও মিলিন্দ গাবার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে তাঁর। কে জিতবে ‘বিগ বস ওটিটি’? উত্তরে জিশান বলেছেন, “বিগ বস ওটিটির বিজেতাকে বের করে দেওয়া হয়েছে। শো থেকে বেরিয়ে এই সাক্ষাৎকার দিচ্ছি। আপনারাই বলুন আমি ছাড়া আর কেউ কি জিততে পারে এই প্রতিযোগিতা?”
এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করছে বিগ বস। নাম দেওয়া হয়েছে ‘বিগ বস ওটিটি’। প্রথমবার শো হোস্ট করছেন করণ জোহর। খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দাতেও আসছে বিগ বস সিজন ১৫। ফের হোস্টের আসনে সলমন খান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি প্রোমো।
আরও পড়ুন: ‘বিগ বস’-এর অন্দরে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কে যাচ্ছেন?
আরও পড়ুন: ‘আমার প্রতি তোমার ভালবাসা নেই শুধু কামনা আছে’, নেহা ভাসিনকে বললেন প্রতীক