Bigg Boss OTT: রাকেশকে পছন্দ তবু প্রেমে ‘না’! বিশেষ এক সমস্যার কথা জানালেন শমিতা

এক বিশেষ সমস্যাই কিছুতেই কাছাকাছি আসতে দিচ্ছে না তাঁদের। কী সেই সমস্যা? বিগবসের আর এক প্রতিযোগী নেহা ভাসিনের কাছে মনের গোপন কথা ফাঁস করলেন শমিতা।

Bigg Boss OTT: রাকেশকে পছন্দ তবু প্রেমে 'না'! বিশেষ এক সমস্যার কথা জানালেন শমিতা
শমিতা-রাকেশ।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 7:15 PM

দিন যত এগচ্ছে বিগবসের বাড়িতে শমিতা শেট্টি ও রাকেশ বাপ্তের রসায়নও আরও জমে উঠছে। শুধুই যে বন্ধুত্ব তা নয়, তাতে যোগ হচ্ছে ভালবাসা, মান-অভিমান। হচ্ছে ঝগড়া আবার পরমুহূর্তেই শমিতাকে জড়িয়ে ভালবাসায় শিক্ত করছেন রাকেশ। রাকেশকে তিনি পছন্দ করেন, এ কথা একবার নয় বেশ কয়েক বার খোলাখুলি শেয়ার করেছেন শমিতা।

কিন্তু এক বিশেষ সমস্যাই কিছুতেই কাছাকাছি আসতে দিচ্ছে না তাঁদের। কী সেই সমস্যা? বিগবসের আর এক প্রতিযোগী নেহা ভাসিনের কাছে মনের গোপন কথা ফাঁস করলেন শমিতা।

নেহাকে শমিতা বলেন, “একে অপরকে আমরা পছন্দ করি। রাকেশ খুবই ভাল মানুষ। কিন্তু মাঝেমধ্যেই ও ভীষণ কনফিউজড। আমি নই। আমি যখন কোনও সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ততেই আটকে থাকি।” যদিও ঝামেলাও লেগেই রয়েছে। রবিবার শো’র অপর প্রতিযোগী নিশান্ত ভাট শমিতাকে অহংকারী বলে সম্বোধন করেন, তাঁকে আখ্যা দেন ‘আইস কুইন’ হিসেবেও। প্রশ্ন তোলেন শমিতার সঙ্গে রাকেশের সম্পর্কের সমীকরণ নিয়েও। গোটা ঘটনার প্রতিবাদ করেন শমিতা। ঘটনার সময় রাকেশ নিশান্তের বলা কথায় প্রতিবাদ না করায় তাঁর উপরেও চটে যান শিল্পার বোন। চিৎকার করে বলতে থাকেন, “তুমি চুপ করে থাকো। ও (নিশান্ত) আমাদের সম্পর্ক নিয়ে যা ইচ্ছে বলে যাচ্ছে, বলছে আমি জোর খাটাই… আর এ সব শোনার পরেও তুমি চুপ করে থাকো। সারাক্ষণ ধরে আমিই শুধু আমার হয়ে কথা বলে যাব।”

তবে এ সবের মধ্যেও রয়েছে ভালবাসা। দিন কয়েক আগে রাকেশ-শমিতার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রাকেশের বোন। তিনি বলেন, “আমি মনে করি ওদের সম্পর্ক বেশ মিষ্টি। ওদের ইকুয়েশন দেখতে তো ভালই লাগছে। আমরা ভাই-বোনেরা অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু আপনারা এর থেকে বেশি ব্যক্তিগত কোনও প্রশ্ন করলে তার উত্তর প্রকাশ্যে দেব না।”

View this post on Instagram

A post shared by Voot (@voot)

শীতল আরও জানান, পেশাদার জগতে রাকেশ সব সিদ্ধান্ত নিজেই নিয়েছেন। তা নিয়ে পরিবারের কেউই কোনও দিন আপত্তি করেননি। বরং রাকেশের সিদ্ধান্তকে সম্মান করেছেন। শীতলের কথায়, “আমরা সকলে গত দু’বছর ধরে পুনেতে থাকি। আমরা ওকে মিস করছি। কিন্তু যত বেশি দিন সম্ভব বিগ বস-এ ও থাকুক, এটাও চাইব।”

সদ্য রাকেশের জন্য আত্মত্যাগের নমুনা দেখিয়েছেন শমিতা। নিজেকে বাতিল হওয়ার দৌড়ে মনোনীত করেছেন। পরিবারের পাঠানো চিঠিও ছিঁড়ে ফেলতে দেখা যায় নায়িকাকে। সে সময় রাকেশ কেঁদেও ফেলেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁদের মধ্যে সমস্যা তৈরি হয়। যদিও সে সমস্যা মিটেও যায়। রাগ-অনুরাগ নিয়েই দিব্য রয়েছেন রাকেশ-শমিতা। তাঁদের জুটিকে ভালবেসে নতুন নামও দিয়েছে দর্শক। টিআরপিও বাড়ছে চড়চড় করে।