বিগবস ওটিটি শেষ হওয়ার পরেই চর্চায় উরফি জাভেদ। কখনও তাঁর পোশাক আবার কখনও বা তাঁর বক্তব্য রাতারাতি ‘টক অব দ্য টাউন’। উরফি নিত্যদিনই ট্রোল্ড হন পোশাক নিয়ে। যদিও তাঁর চোখে তিনি ‘রেবেল’। পরোয়া করেন না কিছুর। এ হেন উরফি এই বছর কয়েক আগে আত্মহত্যা করার মনস্থির করেন। কিন্তু কেন? মুখ খুলেছেন এক সাক্ষাৎকারে।
উরফি জানান, সেই সময় কেরিয়ারের একেবারে শুরুর দিক। এক রক্ষণশীল পরিবার থেকে আসা উরফির রোজগার ছিল ৩০০০ টাকা। এক পিজিতে আরও ৬ মেয়ের সঙ্গে রুম শেয়ার করে থাকতেন তিনি। এ সময়েই তাঁর কাছে ওয়েব সিরিজের অফার আসে। কিন্তু প্রযোজক তাঁকে এমন কিছু আপত্তিকর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বলেন যার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। উরফির কথায়, “সেই ব্যক্তি আমায় জেলে পাঠানোর হুমকিও দিয়েছিল। ৪০ লক্ষ টাকা দিতেও চেয়েছিল।” উরফি ওই দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। কিন্তু মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল তাঁর, জানিয়েছেন নিজেই।
বিগবস ওটিটিতে তাঁর উপস্থিতি ছিল অল্প কয়েকদিনের, কিন্তু ওই স্বল্প উপস্থিতিতেই লাইমলাইট কেড়েছিলেন অনেকটাই। বিগবস থেকে বেরিয়ে জীবনে কি কোনও পরিবর্তন হল? উরফি সাফ জানিয়েছেন, খুব একটা নয়, এখনও তিনি প্রত্যাখিত হন বারেবারে। সব মোটের উপর একই আছে। আর তাঁর পোশাক নিয়ে যে এত বিতর্ক?
উরফির কথায়, “আমি নিউ-এজের আদর্শ হতে চাই। যারা ছোটবেলা থেকে পরিবারের দ্বারা বিভিন্ন সময়ে ‘না’ শুনে এসেছে, তাঁদের কে বলতে চাই, তাঁরা তাঁদের বাবা-মা’কে বলুক উরফিকে দেখো, ওঁর মতো জীবনকে উপভোগ করতে চাই।”