Kangana Ranaut: সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন কঙ্গনা?

Kangana Ranaut: সব বিষয়ে নিজের মতামত পেশ করে থাকেন কঙ্গনা রানাওয়াত। দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সামাজিক, ধর্মীয় বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য ব্যক্ত করেন তিনি। অতীতে বহুবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন কঙ্গনা।

Kangana Ranaut: সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন কঙ্গনা?
ফ্যাশন, লাইফ ইন এ মেট্রো, ওহ লামহে প্রভৃতি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে বর্তমানে বক্স অফিসের সঙ্গে তাঁর সমীকরণ খুব একটা পোক্ত নয়।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 5:11 PM

সব বিষয়ে নিজের মতামত পেশ করে থাকেন কঙ্গনা রানাওয়াত। দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সামাজিক, ধর্মীয় বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য ব্যক্ত করেন তিনি। অতীতে বহুবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন কঙ্গনা। জানিয়েছেন, কোন দলনেতা, কাকে তাঁর সবচেয়ে বেশি পছন্দ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর শ্রদ্ধার কথা কে না জানেন? এ হেন কঙ্গনাই এবার কি রাজনীতিতে। আসন্ন নির্বাচনে তাঁকে কি বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে দেখা যাবে?

বিগত বেশ কিছু সময় ধরেই তাঁর নানাবিধ কার্যকলাপের জন্য এই প্রশ্নই ঘুরছিল সবার মুখে মুখে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন তিনি। এক সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, “আমি একজন দায়িত্বশীল মানুষ। অনেকেই বলেন, আমি যা করি, যা বলে থাকি তা নাকি রাজনীতিতে প্রবেশের জন্য। এই কথা কিন্তু একেবারেই সত্যি নয়। আমি দেশভক্ত। এর বাইরে আমার কোনও কিছু পাওয়ার ইচ্ছে নেই। আমি আমার জীবন নিয়ে বেজায় খুশি রয়েছি। এই জায়গায় আস্তে আমায় অনেক পরিশ্রম করতে হয়েছে। জানি না, নতুন কোনও পেশা বেছে নিয়ে তা শুরু থেকে আবার শুরু করব কিনা।” কঙ্গনা স্পষ্টতই জানিয়ে দিলেন, এই মুহূর্তে ভোটে দাঁড়ানো তো দূরে সক্রিয় রাজনীতিতেও জড়াতে চান না তিনি।

প্রসঙ্গত, কিছু দিন আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি পোস্ট করেছিলেন কঙ্গনা। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, “এই দুনিয়ার সবথেকে বেশি সম্মান পাওয়া দেশনায়ককে শুভ জন্মদিন। একজন সাধারণ মানুষ যিনি নিজের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নতুন ভারত গড়ে তুলেছেন। আপনি শুধু ভারতের প্রধানমন্ত্রী নন। আপনি হলেন রামের মতো যার নাম এই দেশের প্রতিটি রন্ধ্রে সারাজীবন খোদাই করা থাকবে। আপনার দীর্ঘায়ু কামনা করি।”