Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapsee Pannu: ছবির শুটিং শুরু হওয়ার খবর শেয়ার করেননি বলে টুইটে করে তাপসীকে বকুনি দিলেন পরিচালক

Hasseen Dilruba Sequel: ২০২১ সালে মুক্তি পায় 'হসিন দিলরুবা'। বুধবার (১১ জানুয়ারি, ২০২৩) সেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে।

Tapsee Pannu: ছবির শুটিং শুরু হওয়ার খবর শেয়ার করেননি বলে টুইটে করে তাপসীকে বকুনি দিলেন পরিচালক
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 5:40 PM

দু’বছর আগে একটি থ্রিলার ছবি তৈরি করেছিলেন বলিউডের পরিচালক আনন্দ এল রাই। সেই ছবিতে অভিনয় করেছিলেন বিক্রান্ত মাসি এবং তাপসী পান্নু। ছবির নাম ছিল ‘হসিন দিলরুবা’। কিছুদিন আগে বিক্রান্ত নিশ্চিত করে বলেছিলেন, সেই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। এবং বুধবার (১১ জানুয়ারি, ২০২৩) জানা গেল, সেই ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে। পরিচালক আনন্দ এল রাই তাঁর টুইটারে এসে জানিয়েছেন সেই কথাই। ‘হসিন দিলরুবা’র সিকুয়্যেলের নাম দেওয়া হয়েছে ‘ফির আই হসিন দিলরুবা’। খবরটি তাপসী পান্নু তাঁর টুইটার থেকে শেয়ার করেননি বলে তাঁর উদ্দেশ্যে আনন্দ টুইট করে লিখেছেন, “ও হামারি হসিন দিলরুবা। আজ ‘ফির আই হসিন দিলরুবা’ কি শুটিং শুরু হো গই হ্যায়। তাপসী তুঝে বোলা থা না ৯ বাজে পোস্টার ডালনে কে লিয়ে। ডালা কেউ নাহি আব তাক।” (ও আমাদের হসিন দিলরুবা, আজ শুটিং শুরু হল ‘ফির আই হসিন দিলরুবা’র। তাপসী তোকে বলেছিলাম না ৯টার সময় পোষ্টার দিতে। দিসনি কেন এখনও পর্যন্ত?)

আনন্দ এল রাইয়ের এই টুইটেরে পর উত্তর দিয়েছেন তাপসী। পাল্টা টুইট করে তিনি লিখেছেন, “স্যার আমি এখনও রেডি নই। এবার তো কোথায় নিয়ে গিয়েছে চরিত্রকে কণিকা ধিলোঁ। জানি না কি খেয়ে এই গল্প লিখেছে। আর প্রত্যেকবার আমার সাথেই কেন এমন…”

তাতে আবার কণিকা ধিলোঁ তাপসীকে উত্তরে লিখেছেন, “কেন ভয় পেলে নাকি। ‘ফির আই হসিন দিলরুবা’ তো এ ভাবেই আসবে তাই না।” তাপসী বলেছেন, “তা এবারের গল্প শুনে রক্তচাপ বেড়ে গেছে৷”

২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘হসিন দিলরুবা’ থ্রিলার গল্পটি। এক দম্পতির গল্প বলেছিল সেই থ্রিলার। ছিল ত্রিকোণ প্রেমের আঙ্গিকও। তারপরে সেই ত্রিকোণ প্রেম কীভাবে অপরাধের চেহারা নেয় টুইস্ট ছিল সেখানেই। গল্প শেষ হয়েছিল বিক্রান্ত মাসির ‘চোখে ধুলো দেওয়া’ মৃত্যুতে। সিকুয়্যেলে সেই গল্প কোন মোড় নেয় তা তো কেবলমাত্র ছবি মুক্তি পেলেই জানা যাবে।