কলেজ জীবনের শেষ বছরের নস্ট্যালজিয়াকে মনে করাবে তিন ইঞ্জিনিয়রিং ছাত্রী

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 19, 2021 | 2:14 AM

২০১৮ সালের জুন মাসে প্রিমিয়ার হয়েছিল 'ইঞ্জিনিয়রিং গার্লস'-এর প্রথম সিজন। জনপ্রিয় হয়েছিল অল্প দিনের মধ্যেই। ইঞ্জিনিয়রিং কলেজের জীবনকে আরও মধুর করে তোলে হোস্টেল। সেই হোস্টেলের প্রেক্ষাপটেই তৈরি হয়েছিল সিরিজ। কলেজ হোস্টেলের অভিজ্ঞতা সারাজীবন মনে থাকে। যাঁরা হোস্টেল জীবন কাটিয়েছেন, বিলক্ষণ একমত হবেন।

Follow Us

ইউটিউব চ্যানেলের দৌলতে বেশকিছু অনলাইন চ্যানেলের জন্ম হয়েছে। জন্ম হয়েছেন বেশকিছু সিরিজেরও। যেমন ধরুন ‘ইঞ্জিনিয়রিং গার্লস’। ২৭ অগাস্ট আসতে চলেছে সিরিজের সিজন টু। তাই নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘২.০’। একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়েছে চ্যানেলটি।

২০১৮ সালের জুন মাসে প্রিমিয়ার হয়েছিল ‘ইঞ্জিনিয়রিং গার্লস’-এর প্রথম সিজন। জনপ্রিয় হয়েছিল অল্প দিনের মধ্যেই। ইঞ্জিনিয়রিং কলেজের জীবনকে আরও মধুর করে তোলে হোস্টেল। সেই হোস্টেলের প্রেক্ষাপটেই তৈরি হয়েছিল সিরিজ। কলেজ হোস্টেলের অভিজ্ঞতা সারাজীবন মনে থাকে। যাঁরা হোস্টেল জীবন কাটিয়েছেন, বিলক্ষণ একমত হবেন।

সিরিজেও সেরকমই একটি কলেজের কথা বলা হয়। আর বলা হয় তিন বন্ধুর কথা – মগ্গু, সাবু ও কিয়ারা। তারা হোস্টেল বাসিন্দা। তিনটি মেয়ের জীবনের বিশ্বাস, ”সাপনো কি থিয়োরি, লাইফ কে প্র্যাকটিকলস”। এই তিন বন্ধুর জীবনেও অনেক ওঠা-নামা আসে। কেরিয়ার, চাকরির প্লেসমেন্টের চিন্তা আসে। যা প্রত্যেক ইঞ্জিনিয়রিং ছাত্র-ছাত্রীরই থাকে। কিন্তু কলেজের চারটে বছর চোখের পলকে ফুরিয়ে যায়। তাই ফাইনাল বছরে এসে সব মজা হারাতে চায় না তারা। বরং মজা, আনন্দ করে জীবনভরের অভিজ্ঞতা ও স্মৃতি তৈরি করতে চায়। আগের সিজনে প্রচুর মজার ঘটনা দেখানো হয়েছিল। এই সিজনেও সেই রেশ জিইয়ে থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা। দেখানো হবে, কিছু সমস্যায় পড়বে মগ্গু, সাবু ও কিয়ারা। কিন্তু সবরকমের ঘাতপ্রতিঘাত পেরিয়ে নিজেদের লক্ষ্যে অটল থাকবে তারা। তাদের বন্ধুত্ব আরও মজবুত হবে।

এই তিন বন্ধুুর চরিত্রে অভিনয় করেছিলেন বরখা সিং, সেজল কুমার ও কৃতিকা আবস্থি। বরখা বলেন, “খুব মজা করে আমরা শুটিং করেছি। অত্যন্ত নস্ট্যালজিক মনে হচ্ছিল। নিজের কলেজের শেষ বছরের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। আমি নিজেও কলেজের শেষ বছরে কিছু স্মৃতি তৈরি করতে চেয়েছিলাম। চেয়েছিলাম সেই স্মৃতিগুলো সারাজীবন আমার সঙ্গে থাকুক। ফলে আমাদের প্রত্যেকের জন্যই এই শোটি অত্যন্ত জরুরি। আগের সিজন দর্শকের ভাল লেগেছিল। আমার আশা এই সিজনও ভাল লাগবে।”

সিজন টু কবে আসবে? এই প্রশ্ন জেরবার করে দিয়েছে অভিনেত্রী সেজল কুমারকে। এখন তিনি মুক্ত কণ্ঠে বলতে পারেন, অপেক্ষা শেষ হয়েছে। তাঁর আশা, শুটিং করতে যতখানি তাঁদের আনন্দ হয়েছে, দর্শকেরও ততখানিই আনন্দ হবে।

সিরিজে মগ্গুর জীবন সবচেয়ে অন্যরকম। চরিত্রটিতে অভিনয় করেছেন কৃতিকা আবস্থি। শুটিং করতে করতে বরখা ও সেজলের সঙ্গে আলাদা বন্ড তৈরি হয়েছে তাঁর। বলেছেন, “এই সময়টা আমরা একসঙ্গে বেঁচেছি। খুব মজা করেছি। কলেজ ও বন্ধুদের কথা খুব মনে পড়ত। ফলে, সিরিজটি ও সিরিজের সঙ্গে যুক্ত প্রত্যেকের সঙ্গে দারুণ বন্ড তৈরি হয়ে গিয়েছে।

আরও পড়ুনসুইজ অ্যাকাউন্ট খুলতে জুরিক পৌঁছলেন শ্রীলেখা; বললেন ইউরো খরচ করে জিম করবেন না

ইউটিউব চ্যানেলের দৌলতে বেশকিছু অনলাইন চ্যানেলের জন্ম হয়েছে। জন্ম হয়েছেন বেশকিছু সিরিজেরও। যেমন ধরুন ‘ইঞ্জিনিয়রিং গার্লস’। ২৭ অগাস্ট আসতে চলেছে সিরিজের সিজন টু। তাই নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘২.০’। একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়েছে চ্যানেলটি।

২০১৮ সালের জুন মাসে প্রিমিয়ার হয়েছিল ‘ইঞ্জিনিয়রিং গার্লস’-এর প্রথম সিজন। জনপ্রিয় হয়েছিল অল্প দিনের মধ্যেই। ইঞ্জিনিয়রিং কলেজের জীবনকে আরও মধুর করে তোলে হোস্টেল। সেই হোস্টেলের প্রেক্ষাপটেই তৈরি হয়েছিল সিরিজ। কলেজ হোস্টেলের অভিজ্ঞতা সারাজীবন মনে থাকে। যাঁরা হোস্টেল জীবন কাটিয়েছেন, বিলক্ষণ একমত হবেন।

সিরিজেও সেরকমই একটি কলেজের কথা বলা হয়। আর বলা হয় তিন বন্ধুর কথা – মগ্গু, সাবু ও কিয়ারা। তারা হোস্টেল বাসিন্দা। তিনটি মেয়ের জীবনের বিশ্বাস, ”সাপনো কি থিয়োরি, লাইফ কে প্র্যাকটিকলস”। এই তিন বন্ধুর জীবনেও অনেক ওঠা-নামা আসে। কেরিয়ার, চাকরির প্লেসমেন্টের চিন্তা আসে। যা প্রত্যেক ইঞ্জিনিয়রিং ছাত্র-ছাত্রীরই থাকে। কিন্তু কলেজের চারটে বছর চোখের পলকে ফুরিয়ে যায়। তাই ফাইনাল বছরে এসে সব মজা হারাতে চায় না তারা। বরং মজা, আনন্দ করে জীবনভরের অভিজ্ঞতা ও স্মৃতি তৈরি করতে চায়। আগের সিজনে প্রচুর মজার ঘটনা দেখানো হয়েছিল। এই সিজনেও সেই রেশ জিইয়ে থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা। দেখানো হবে, কিছু সমস্যায় পড়বে মগ্গু, সাবু ও কিয়ারা। কিন্তু সবরকমের ঘাতপ্রতিঘাত পেরিয়ে নিজেদের লক্ষ্যে অটল থাকবে তারা। তাদের বন্ধুত্ব আরও মজবুত হবে।

এই তিন বন্ধুুর চরিত্রে অভিনয় করেছিলেন বরখা সিং, সেজল কুমার ও কৃতিকা আবস্থি। বরখা বলেন, “খুব মজা করে আমরা শুটিং করেছি। অত্যন্ত নস্ট্যালজিক মনে হচ্ছিল। নিজের কলেজের শেষ বছরের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। আমি নিজেও কলেজের শেষ বছরে কিছু স্মৃতি তৈরি করতে চেয়েছিলাম। চেয়েছিলাম সেই স্মৃতিগুলো সারাজীবন আমার সঙ্গে থাকুক। ফলে আমাদের প্রত্যেকের জন্যই এই শোটি অত্যন্ত জরুরি। আগের সিজন দর্শকের ভাল লেগেছিল। আমার আশা এই সিজনও ভাল লাগবে।”

সিজন টু কবে আসবে? এই প্রশ্ন জেরবার করে দিয়েছে অভিনেত্রী সেজল কুমারকে। এখন তিনি মুক্ত কণ্ঠে বলতে পারেন, অপেক্ষা শেষ হয়েছে। তাঁর আশা, শুটিং করতে যতখানি তাঁদের আনন্দ হয়েছে, দর্শকেরও ততখানিই আনন্দ হবে।

সিরিজে মগ্গুর জীবন সবচেয়ে অন্যরকম। চরিত্রটিতে অভিনয় করেছেন কৃতিকা আবস্থি। শুটিং করতে করতে বরখা ও সেজলের সঙ্গে আলাদা বন্ড তৈরি হয়েছে তাঁর। বলেছেন, “এই সময়টা আমরা একসঙ্গে বেঁচেছি। খুব মজা করেছি। কলেজ ও বন্ধুদের কথা খুব মনে পড়ত। ফলে, সিরিজটি ও সিরিজের সঙ্গে যুক্ত প্রত্যেকের সঙ্গে দারুণ বন্ড তৈরি হয়ে গিয়েছে।

আরও পড়ুনসুইজ অ্যাকাউন্ট খুলতে জুরিক পৌঁছলেন শ্রীলেখা; বললেন ইউরো খরচ করে জিম করবেন না

Next Article