সুইজ অ্যাকাউন্ট খুলতে জুরিক পৌঁছলেন শ্রীলেখা; বললেন ইউরো খরচ করে জিম করবেন না

Sreelekha Mitra: এক্সারসাইজ আর জিম নিয়ে বেশ খুঁতখুঁতে অভিনেত্রী। কিছুক্ষণ আগেই সুইৎজারল্যান্ডের মাটি স্পর্শ করেছেন তিনি। এখন জুরিকই শ্রীলেখার আগামী ১৫ দিনের ঠিকানা। 

সুইজ অ্যাকাউন্ট খুলতে জুরিক পৌঁছলেন শ্রীলেখা; বললেন ইউরো খরচ করে জিম করবেন না
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 1:17 AM

১৫ দিনের ট্রিপে দলবল নিয়ে প্রিয় দেশ সুইৎজারল্যান্ডের উদ্দেশ্য পাড়ি দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গোলাপি, হলুদ ও লাল স্ট্রাইপ ট্যাভেল ব্যাগ নিয়ে প্রথমে কলকাতা বিমানবন্দরের বাইরে ফোটো তুলে আপলোড করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “জুরিক যাচ্ছি, সুইৎজারল্যান্ডে অ্যাকাউন্ট খুলতে।” তারপর ফ্লাইটে উঠেও একটি মজার সেলফি পোস্ট করেছেন। সুন্দরী অভিনেত্রী যেখানেই যান না কেন, চারপাশের মানুষের মন্ত্রমুগ্ধ হওয়ার একটা ব্যাপার থাকেই। জুরিকের বিমানেও সেরকমই এক ‘হা করে তাকিয়ে থাকা’ দর্শককে পেয়েছেন শ্রীলেখা। তাঁকে ফ্রেমে নিয়েই সেলফি তুলে ক্যাপশনে লিখেছেন, “তিনি আমার দিকে তাকিয়ে আছেন কেন?”

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে ভালবাসেন অভিনেত্রী। দৈনন্দিন জীবনের সব ঘটনারই আপডেট দেন তিনি। বলাই যায়, শ্রীলেখার ছবি পোস্টের মাধ্যমে তাঁর ফলোয়ারদেরও সুইৎজারল্যান্ড দর্শন হয়ে যাবে। কিছুক্ষণ আগে জুরিক পৌঁছে হোটেলে চেকইন করেছেন অভিনেত্রী। সুন্দর সেই হোটেলের ছবিও পোস্ট করেছেন সঙ্গে সঙ্গে। ফোনের ব্যাক ক্যামেরা অন করে ভিডিয়ো তুলেছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, “এটা আমার সার্ভিস অ্যাপার্টমেন্ট। এখানে আমি থাকব। এইখানে আমি বসে বই পড়ব। রাস্তা দেখব। ১৫ দিন থাকছি এখানে। এখানে জিম আছে। ইউরো খরচ করে জিম করতে পারব না যদিও…”

বোঝাই যাচ্ছে, দারুণ একটা সময় কাটাতে চলেছেন শ্রীলেখা। তাঁর এই ট্রিপ ভালভাবে কাটুক। অভিনেত্রীর জীবনে কম স্ট্রাগল আসেনি। অত্যন্ত স্পষ্টবাদী তিনি। সত্যি কথা মুখের উপর বলে দিতেই পছন্দ করেন। বহুবার ট্রোলড হয়েছেন। কষ্ট পেয়েছেন কিন্তু ভেঙে একেবারেই পড়েননি। সকলকে পজিটিভ থাকার পরামর্শ দিয়েছেন।

আদিত্য বিক্রম সেনগুপ্তের তৃতীয় ছবি, ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’ ৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে। এটা শ্রীলেখার জীবনের অন্যতম আনন্দের ঘটনা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। আসন্ন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের দিকেই তাঁর নজর। এবছর সেপ্টেম্বরের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত পালিত হবে এই বিশ্বমানের উৎসব। সম্প্রতি ‘নির্ভয়া’র ডাবিং করলেন। নিজের প্রথম ছবি ‘বিটার হাফ’-এর কাজও শেষ করেছেন। শেষ করলেন এডিটিংয়ের কাজও। রাস্তার কুকুর দত্তক নিলে কফি ডেটে যাবেন, সেই শর্তে ডেটেও গিয়েছেন শ্রীলেখা। শুটিংও করছেন। এখন আবার ১৫ দিনের বিদেশ ভ্রমণ। সবমিলিয়ে ভালই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুনপ্রায় ৪০ কোটি টাকা অনুদান! ভার্চুয়াল ইভেন্ট করে টাকা তুলে দিলেন রহমান