Big Boss OTT: পক্ষপাতিত্ব করেন করণ; বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে বললেন মুজ় জাট্টানা
করণ জোহর শোয়ের হোস্ট। তাই নিয়ে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন পূর্বে। অনেকেরই অভিযোগ, শমিতা শেট্টির সঙ্গে পক্ষপাতিত্ব করেন করণ। এই বিষয়ে মুখ খুলেছেন শো থেকে সদ্য বেরিয়ে আসা প্রতিযোগী মুজ় জাট্টানা।
রবিবার বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন প্রতিযোগী মুজ় জাট্টানা। বেরিয়েই তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন করণ জোহরের বিরুদ্ধে। তিনি বলেছেন, শোতে করণ নাকি পক্ষপাতিত্ব করেন।
করণ জোহর শোয়ের হোস্ট। তাই নিয়ে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন পূর্বে। অনেকেরই অভিযোগ, শমিতা শেট্টির সঙ্গে পক্ষপাতিত্ব করেন করণ। এই বিষয়ে মুখ খুলেছেন শো থেকে সদ্য বেরিয়ে আসা প্রতিযোগী মুজ় জাট্টানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমন কথাই বলেছেন মুজ়। তিনি বলেছেন, “আমার কারণ জানা নেই। তবে এটুকু বলতে পারি, করণ জোহর পক্ষপাতিত্ব করেন। সেটা করার কোনও কারণ দেখতে পাই না আমি। শমিতা ভাল খেলোয়াড় নন। কিন্তু তাও তাঁকে কিছু মানুষ পছন্দ করেন। তাঁর প্রতি পক্ষপাতিত্বের কারণ ঠিক বুঝতে পারি না। একটি রিয়্যালিটি শোকে রিয়্যালিটি শোয়ের মতোই দেখা উচিত। কিন্তু যেটা হচ্ছে, সেটা ফেক। মিথ্যে।”
View this post on Instagram
বিগ বসের বাড়িতে কাটানো মুহূর্তের ছবি কোলাজ করেছেন মুজ়। সেখানে রয়েছেন তাঁর প্রিয় বন্ধু নিশান্ত ভাট, প্রতীক সেহজপাল। ক্যাপশনে লিখেছেন, “ওঁরা বেঁকা মানুষ, কিন্তু ওঁরা আমার।” সেই কোলাজেও একটি বিখ্যাত গান ব্যাকগ্রাউন্ডে রেখেছেন মুজ়। ‘শোলে’ ছবির ‘ইয়ে দোস্তি’!
প্রতি রবিবার বিগ বসের বাড়ি থেকে কেউ না কেউ বেরিয়ে যান। এ সপ্তাহে মুজ় ছিলেন শেষের স্থানে। তাঁর সঙ্গে ছিলেন অন্য প্রতিযোগী নেহা ভসিন। এলিমিনেশনের সময় কৃত্রিম বোম বাঁধা হয় কিছু প্রতিযোগীর কোমরে। অন্য প্রতিযোগীরা এসে সেই প্রতিযোগীর বোমের তার কেটে দিয়ে যান, যাঁকে তাঁরা বাঁচাতে চান। নেহা ও মুজ়ের কোমরে কৃত্রিম বোম বাঁধা হয়।
প্রতিযোগী শমিতা শেট্টি, রাকেশ বাপত এসে নেহার তার কেটে দিয়ে যান। অন্যদিকে দিব্যা আগরওয়াল ও নিশান্ত ভাট কাটেন মুজ়ের তার। আরও বেশ কয়েকজন প্রতিযোগীর বিশ্বাস জিতেছিলেন নেহা। ফলে রিয়্যালিটি শো থেকে বেরিয়ে যেতে হয় মুজ়কেই।
এই রবিবারের শোয়ে এসেছিলেন বিশেষ অতিথি – নেহা কক্কর ও টোনি কক্কর। তাঁদের নতুন গান ‘কাঁটা লাগা’ গেয়ে মাতিয়ে দিয়ে যান। বিগ বস ১৩-এর প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য ও রেশমি দেশাই বিগ বসের বাড়িতে এসেছেন।
আরও পড়ুন: Mallika Sherawat: সিনেমায় এসেছিলেন বলে বাবা ত্যাজ্য করেছিলেন; মল্লিকাও ত্যাগ করেছিলেন পিতৃ পরিচয়
আরও পড়ুন: Devlina Kumar: ট্রেনের প্যাসেজে নাচলেন, তারপর কী হল দেবলীনা-গৌরবের?