Alia Bhatt Daughter: নাতি নয়, কেন নাতনিই চেয়েছিলেন মহেশ ভাট?

Alia Bhatt: রবিবার দুপুরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। কাপুর পরিবারে আসে নতুন অতিথি।

Alia Bhatt Daughter: নাতি নয়, কেন নাতনিই চেয়েছিলেন মহেশ ভাট?
আলিয়া-মহেশ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 8:06 PM

দাদু হয়েছেন দু’দিন আগে। আনন্দে আটখানা মহেশ ভাট। শখ ছিল নাতনি হবে তাঁর। হয়েছেও তাই। কেন নাতনির শখ ছিল মহেশের? এক সাক্ষাৎকারে সেই কারণই ফাঁস করেছেন আলিয়া ভাটের সৎদাদা রাহুল ভাট। রাহুল জানিয়েছেন, আলিয়ার মেয়ে হওয়ার অভিজ্ঞতা মহেশের কাছে অতীতে ফিরে যাওয়া। সেই একই অনুভূতি, সেই একই উন্মাদনা আরও একবার ছুঁয়ে দেখা। মহেশের তিন মেয়ে– পূজা, শাহিন ও আলিয়া। তাই নাতনির জন্ম তাঁর কাছে যেন টাইম ট্যাভেল। আবারও অতীতকে ছুঁয়ে দেখা। যেন ঠিক ‘দেজা ভু’। খুশি ধরছে না মহেশের। আপাতত সদ্যোজাতকে নিয়েই ব্যস্ত আছেন তিনি।

রবিবার দুপুরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। কাপুর পরিবারে আসে নতুন অতিথি। হাজির ছিলেন কাপুর ও ভাট পরিবারের প্রায় সকল সদস্যই। বংশে বহুদিন পর নতুন সদস্যের আগমন বলে কথা! সন্তান জন্মাবার পর থেকেই সে যেন রীতিমতো সুপারস্টার। সদ্যোজাতকে নিয়ে চলছে জোর আলোচনা। তাঁকে দেখতে কেমন হয়েছে? মুখের সঙ্গে কার মিল বেশি? নাম কী রাখা হবে? এই সব প্রশ্নই এখন রীতিমতো ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে পাপারাজ্জির মুখোমুখি হতেই ঠাকুমা নিতু কাপুরকেও করা হয়েছিল সেই প্রশ্নই।

আলিয়া না রণবীর– কার সঙ্গে মুখের মিল বেশি? এ প্রশ্ন করতেই নিতু বলেছিলেন, ““ও সবে জন্মেছে। এখনও খুবই ছোট। এখন বলা কিন্তু খুবই মুশকিল। তবে একটা কথাই বলতে পারি, আমার নাতনি ভীষণ মিষ্টি।” এ বছরের এপ্রিল মাসেই বিয়ে করেন আলিয়া-রণবীর। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক এগোয় আরও এক ধাপ। বিয়ের দু’মাসের মধ্যেই সন্তানের আগমনের কথা জানান দম্পতি। তাঁদের সন্তান বিয়ের আগেই কিনা তা নিয়ে চলেছিল জোর চর্চা। সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জুটিকে। তবে সে সবকে একেবারেই পাত্তা না দিয়ে মাতৃত্বকালীন সময় চুটিয়ে উপভোগ করেছেন আলিয়া। কাজ থামাননি। বেবিবাম্প নিয়ে করেছেন ছবির প্রচার, এমনকি শুটিংও। তবে আপাতত কিছুদিনের ছুটি। নতুন দায়িত্ব তাঁর কাঁধে। এই সময়টা নিজের ও নবাগতার জন্যই বরাদ্দ করেছেন ভাট-কন্যা।