Rio Kapadia: প্রয়াত ‘মেড ইন হেভেন’ খ্যাত রিও কাপাডিয়া, কী হয়েছিল তাঁর?
Rio Kapadia: লড়াই চালিয়ে গিয়েছিলেন বহুদিন। কিন্তু শেষরক্ষা হল না। ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা রিও কাপাডিয়া। বয়স হয়েছিল ৬৬ বছর।

লড়াই চালিয়ে গিয়েছিলেন বহুদিন। কিন্তু শেষরক্ষা হল না। ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা রিও কাপাডিয়া। বয়স হয়েছিল ৬৬ বছর। সুদীর্ঘ কেরিয়ার জীবন তাঁর। কিছু দিন আগেই তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন’ মুক্তি পায়। ওইও সিরিজে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বাবার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এ ছাড়াও শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’ থেকে শুরু করে রানি মুখোপাধ্যায়ের ‘মরদানি’তে দেখা গিয়েছিল তাঁকে।
রিওর বন্ধু ফয়জল মালিকই প্রথম তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। আগামীকাল অনুষ্ঠিত হবে তাঁর শেষকৃত্য। এ দিন পরিবারের তরফে এক বিবৃতিও প্রকাশ করা হয়। তাতে লেখা হয়, “আগামীকাল গোরেগাঁওয়ের শিবধাম শ্মশান ভূমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।” তবে শুধু সিনেমাই নয়, সিরিয়ালেও কাজ করেছেন রিও। এ ছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘দিল চাহতা হ্যায়’ , ‘এজেন্ট বিনোদ’, ‘খুদা হাফিজ’সহ অন্যান্য ছবিতেও। তিনি ভাল ছবিও আঁকতেন। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া। এই কঠিন সময় কাটিয়ে উঠুন তাঁর পরিবারের সকলে, এমনটাই চাইছেন ভক্তরা।





