AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Irrfan Khan: এই প্রথম বাবার মৃত্যুবার্ষিকীতে নীরব বাবিল, লিখলেন না কিছুই…

Irrfan Khan: দেখতে দেখতে ইরফান খানের মৃত্যুর তিন বছর হয়ে গেল। সারাটা দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলেছে ইরফান স্মরণ। তবে ওই যে 'বিংশ শতাব্দীতে শোকের আয়ু বড়ই কম।

Irrfan Khan: এই প্রথম বাবার মৃত্যুবার্ষিকীতে নীরব বাবিল, লিখলেন না কিছুই...
এই প্রথম বাবার মৃত্যুবার্ষিকীতে নীরব বাবিল, লিখলেন না কিছুই...
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 9:20 PM
Share

দেখতে দেখতে ইরফান খানের মৃত্যুর তিন বছর হয়ে গেল। সারাটা দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলেছে ইরফান স্মরণ। তবে ওই যে ‘বিংশ শতাব্দীতে শোকের আয়ু বড়ই কম। তাই চোখে পড়েনি শোকের ঘনঘটা। লোকে শোক জ্ঞাপন করেছেন ঠিকই, তবে অনেকেই ছিলেন নীরব। এদিন বাবিল খানকেও বাবাকে নিয়ে কিছু পোস্ট করতে দেখা যায়নি। তবে মৃত্যুবার্ষিকীর আগের দিন বাবার শেষ ছবি ‘দ্য সং অব স্করপিয়ানস’-এর স্ক্রিনিংয়ে হাজির ছিলেন তিনি। শুধু যে হাজির ছিলেন তা নয়, হয়ে পড়েছিলেন আবেগ বিহ্বলও। চোখ দিয়ে গড়িয়ে পড়েছিল জল।

২০২০ সালে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়েছিলেন ইরফান। তাঁর স্মৃতিকে আঁকড়েই কিছু দিন আগেই ‘কালা’ সিরিজের মাধ্যমে ডেবিউ হয়েছে বাবিলের। বাবার সঙ্গে তাঁর তুলনা চলবেই, জানেন বাবিল। যে লিগ্যাসি ইরফান শুরু করেছিলেন তা বহন করে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব যে তাঁর কাঁধেই নস্ত্য, সে ব্যাপারেও জানেন তিনি। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বাবিল বলেন, “বাবা প্রতিটা সময় মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইতেন। পুরস্কার, প্রযোজক বা পরিচালক কে, সে ব্যাপারে মাথা ঘামানোর মতো অবকাশ তাঁর ছিল না। উনি শুধু জানতেন এই চরিত্রে তাঁকে অভিনয় করতে হবে। বাবার এই গুণ কিছুটা আমার মধ্যেও এসেছে।”

ইরফান খানের ছেলে বলে কি বাড়তি সুবিধে পাচ্ছেন? ইন্ডাস্ট্রিতে কাজ পেতে সুবিধে হয়েছে তাঁর? এই প্রশ্নেরও জবাব দিয়েছিলেন তিনি। বলেছিলেন, “এখনও প্রতিদিন আমি অডিশন দিয়ে চলেছি। সেখান থেকে বাদ পড়ছি। যদি কিছু ভুল করে ফেলি মা ভীষণ রেগে যাবে। কিন্তু কোনওদিনও ফোন ঘুরিয়ে কাউকে বলবে না, ওকে এই কাজটা করতে দেওয়া হোক। আমাদের আদর্শের বিরুদ্ধে এটা। আমার মনে হয় মানুষও এটা জানে।” এখনও লম্বা জার্নি বাকি রয়েছে তাঁর। রয়েছে অনেক দায়িত্বও। বাবার আশীর্বাদ নিয়েই এগিয়ে যেতে চান তিনি।

View this post on Instagram

A post shared by Babil (@babil.i.k)