জেনিফার অ্যানিসস্টন এবং ডেভিড স্কিউমার কি প্রেম করছেন?

Jennifer Aniston and David Schwimmer: শোনা যাচ্ছে, ওই শোয়ের শুটিংয়ে নাকি জেনিফার এবং ডেভিড একসঙ্গে সময় কাটালেও সে সময় তাঁরা দুজনেই আলাদা আলাদা সম্পর্কে ছিলেন। কিন্তু তারপর থেকেই তাঁদের সম্পর্ক অন্য বাঁক নেয়।

জেনিফার অ্যানিসস্টন এবং ডেভিড স্কিউমার কি প্রেম করছেন?
বাস্তবে ডেট করছেন এই দুই শিল্পী? ছবি: টুইটার থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 11, 2021 | 6:42 PM

জেনিফার অ্যানিসস্টন এবং ডেভিড স্কিউমার কি বাস্তবে ডেট করছেন? প্রেমের সম্পর্কে রয়েছেন এই দুই তারকা? ‘ফ্রেন্ডস’-এর দুই অভিনেতার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখন নানা জল্পনা চলছে বিভিন্ন মহলে। হলিউডের একটি ওয়েবসাইট, ‘ক্লোজার’-এর খবর অনুযায়ী কিছুদিন আগে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ ‘ফ্রেন্ডস রিইউনিয়নের’ পর নাকি এই দুই তারকার প্রেমের সম্পর্ক দানা বেঁধেছে।

শোনা যাচ্ছে, ওই শোয়ের শুটিংয়ে নাকি জেনিফার এবং ডেভিড একসঙ্গে সময় কাটালেও সে সময় তাঁরা দুজনেই আলাদা আলাদা সম্পর্কে ছিলেন। কিন্তু তারপর থেকেই তাঁদের সম্পর্ক অন্য বাঁক নেয়। ইদানিং জেনিফারের বাড়িতে নাকি অনেকটা সময় কাটান ডেভিড। তাঁদের দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গাতেও দেখা যাচ্ছে। তারপর থেকে তাঁদের কেমিস্ট্রি নিয়ে গসিপ শুরু হয়েছে।

ওই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত মাসে নিউ ইয়র্কের বাড়ি থেকে ডেভিড লস অ্যাঞ্জেলসে জেনিফারের সঙ্গে দেখা করার জন্য চলে যান। একসঙ্গে ওয়াইন খাওয়া হোক বা কোয়ালিটি টাইম কাটানো ইন্ডাস্ট্রি ইনসাইডারদেরও চোখ এড়িয়ে যায়নি। যদিও সম্পর্কের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দুই তারকা।

‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছেন অনুরাগীরা। ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রোস স্টুডিওতে শুটিং হয়েছে। জেনিফার অ্যানিসটন, কোর্টনি কক্স, লিসা কুদরো, ম্যাট লিব্ল্যান্স, ম্যাথু পেরি এবং ডেভিড সুইমারের অভিনয় দেখছেন দর্শক।

‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’-এ ছ’জন প্রিয় বন্ধু ছাড়াও বিশেষ অতিথিরাও রয়েছেন। তাঁদের মধ্যে ডেভিড বেকহ্যাম, জাস্টিন বিবার, বিটিএস, জেমস কর্ডেন, লেডি গাগা, ল্যারি হ্যানকিন, থমাস লিনন, ক্রিস্টিনা পিকেলস, টম সেলেক, মালালা ইউসুফজাই সহ আরও অনেককে দেখা গিয়েছে। পরিচালনার দায়িত্ব সামলেছেন বেন উইনস্টন। তিনি এক্সিকিউটিভ প্রযোজকও বটে। ১৯৯৪-এর সেপ্টেম্বরে প্রথম টেলিকাস্ট হওয়ার পর এতগুলো বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে এই শো। এ বার ভারতে বসে দর্শক গোটা বিশ্বের সঙ্গে একই সময়ে দেখতে পেয়েছেন এই শো।

ডেভিডের বয়স ৫৪। জেনিফারের ৫২। অনস্ক্রিনের অত্যন্ত জনপ্রিয় জুটি। ব্যক্তি জীবনে জেনিফার প্রথমে ব্র্যাড পিটকে বিয়ে করেন। ২০০৫-এ তাঁদের দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায়। এরপর জাস্টিন থেরক্সকে বিয়ে করেন ২০১৭-এ তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অন্যদিকে ডেভিড ২০১০-এ জোয়ি বুকম্যানকে বিয়ে করেন। কিন্তু ২০১৭-এ তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। আপাতত তাঁরা দুজনেই সিঙ্গল। তাঁদের এই সম্পর্কটা হলে অনুরাগীরা যে খুশি হবেন, তার প্রমাণ রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন, কৃতীর সঙ্গে পর্দার বাইরে কেমন সম্পর্ক ‘মিমি’র জেকবের?