নেটফ্লিক্সে আসছে ‘চুনা’, মুখ্য ভূমিকায় জিমি শেরগিল-নমিত দাস সহ একগুচ্ছ তারকা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 16, 2021 | 9:02 PM

সিরিজে দেখা যাবে জিমি শেরগিল, অসিম গুলাটি, নমিত দাস, চন্দম রায়, নিহারিকা দত্তসহ একগুচ্ছ তারকাকে।

নেটফ্লিক্সে আসছে চুনা, মুখ্য ভূমিকায় জিমি শেরগিল-নমিত দাস সহ একগুচ্ছ তারকা
আসছে 'চুনা'

Follow Us

হিন্দিতে প্রবাদ রয়েছে ‘চুনা লাগানা’, অর্থাৎ কাউকে প্রতারিত করা। এ বার এই ‘চুনা’ লাগাতেই নেটফ্লিক্সে আগমন ঘটছে একগুচ্ছ তারকার। সিরিজের নামও ‘চুনা’। পরিচালক পুষ্পেন্দ্র নাথ মিশ্র। এর আগে ‘ঘুমকেতু’ ছবি পরিচালনা করেছিলেন তিনি।

আদপে এক কমেডি ড্রামার মূল গল্প আবর্তিত হয় এক অসাধু রাজনীতিবিদকে কেন্দ্র করে। একদল মানুষকে বোকা বানিয়েছে সে নিজের স্বার্থে। সেই এক দল মানুষ এক হয়েছে সেই রাজনীতিবিদের ক্ষতিসাধন করতে। কথায় বলেন, শত্রুর শত্রু আমার মিত্র…নাম শুনেই বুঝতে পারছেন এ সিরিজের গন্ধ অনেকটা তেমনটাই।

সিরিজে দেখা যাবে জিমি শেরগিল, অসিম গুলাটি, নমিত দাস, চন্দম রায়, নিহারিকা দত্তসহ একগুচ্ছ তারকাকে। পরিচালকের কথায়, “কে কাকে ঠকিয়েছে এবং কিভাবে…এই নিয়েই গল্প। একগুচ্ছ অসাধারণ অভিনেতাই এবার চুনা লাগাতে আসছেন নেটফ্লিক্সে।” যদিও এই সিরিজ কবে মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি নেটফ্লিক্সের তরফে।

আরও পড়ুন-সৃজিত-মিথিলা ডুব দিলেন ভার্চুয়াল জামাইষষ্ঠীতে, নতুন ‘শ্বশুর’ পেলেন পরিচালক!

Next Article