Kangana Ranaut: ছুটল বাক্যবাণ! দীপিকার প্রসঙ্গ তুলতেই খাপ্পা কঙ্গনা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 04, 2022 | 4:59 PM

এই মাসেই মুক্তি পাচ্ছে দীপিকার ছবি গেহরাইয়া। দিন কয়েক আগে এই ছবির প্রচারে দীপিকার পোশাক নিয়ে এক নিন্দনীয় মন্তব্য করেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফ্রেডি।

Kangana Ranaut: ছুটল বাক্যবাণ! দীপিকার প্রসঙ্গ তুলতেই  খাপ্পা কঙ্গনা
দীপিকা- প্রসঙ্গ তুলতেই বেজায় খাপ্পা কঙ্গনা

Follow Us

নতুন দায়িত্ব পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। এক রিয়ালিটি শো’র সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। সেই প্রসঙ্গেই এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকের উপরেই চড়াও হলেন কঙ্গনা। দীপিকার প্রসঙ্গ তুলতেই কার্যত খাপ্পা হয়ে গেলেন তিনি। কোথা থেকে ঘটনার সূত্রপাত?

এই মাসেই মুক্তি পাচ্ছে দীপিকার ছবি গেহরাইয়া। দিন কয়েক আগে এই ছবির প্রচারে দীপিকার পোশাক নিয়ে এক নিন্দনীয় মন্তব্য করেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফ্রেডি। তিনি লেখেন, “বলিউডের নিউটন সূত্র– গেহরাইয়ার মুক্তির তারিখ যত এগবে ততই জামার মাপও কমতে শুরু করবে।” ফ্রেডি ওই মন্তব্য করার পরেই সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। পরোক্ষে পাল্টা জবাব দেন দীপিকাও। এই পুরো ব্যাপারটি কঙ্গনা কীভাবে দেখেন সেই প্রশ্নই বৈঠকে করেছিলেন সাংবাদিক, যা শুনেই চটে গেলেন কঙ্গনা।
বেশ কড়া ভাষায় তাঁর বক্তব্য, “যারা নিজেদের হয়ে কথা বলতে পারে না আমি তাদের পক্ষে কথা বলতে এসেছি। দীপিকা নিজেকে ভালভাবেই ডিফেন্ড করতে পারে। ওর সেই জায়গা রয়েছে, রয়েছে প্ল্যাটফর্মও। ওর ছবি প্রোমোট করা আমার পক্ষে সম্ভব নয়। বসে পড়ুন।”

এখানেই থামেনি বিষয়টি। সাংবাদিক জানান, দীপিকার প্রসঙ্গ উত্থাপন তিনি তাঁর ছবি প্রচার করার জন্য করেননি।  যদিও কঙ্গনা সে কথা মানতে নারাজ। কড়া ভাষায় তাঁর বক্তব্য, “তুমি তো ছবিটির নাম নিলে। ওই ছবির পিআর টিমই তোমায় পাঠিয়েছে। আমি কি এতটাই বোকা”। এর আগে মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহারের কারণে মিডিয়ার একটা বড় অংশ ব্যান করে কঙ্গনাকে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যান তুলে নেওয়া হয়।

অন্যদিকে কঙ্গনা আর দীপিকার ঠান্ডা লড়াই বহু পুরনো। দীপিকার জওহরলাল নেহেরুতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন, মাদক কাণ্ডে নাম জড়ানো এ সবই বারেবারেই কঙ্গনার কটাক্ষের শিকার হয়েছে। তাই এবারেও দীপিকার প্রসঙ্গ আসতেই নেতিবাচক প্রতিক্রিয়া তাঁর। তাঁর কথা বলার ভঙ্গি শুনে অসন্তুষ্ট নেটিজেন ও মিডিয়ারও একটা বড় অংশ। যদিও অভিনেত্রীর হয়েও এসেছে সমর্থন। অনেকেরই বক্তব্য, কঙ্গনার সাংবাদিক সম্মেলনে দীপিকা প্রসঙ্গ উত্থাপন কি আদপে যুক্তিসঙ্গত?

 

 

Next Article