Kangana Ranaut: ‘আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়, কেরিয়ারের সেরা সময় চলছে’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 08, 2021 | 2:42 PM

বলিউডে বহুদিন যাবৎ নিজেকে সুঅভিনেত্রী বলে চিহ্নিত করেছেন কঙ্গনা। কিন্তু মাঝেমধ্যেই তাঁর বিতর্কিত মন্তব্যে উথালপাথাল হয় নেটপাড়ায়। দিন কয়েক আগে আলিয়া ভাটকে এক বিজ্ঞাপনের কারণে দুষেছিলেন তিনি।

Kangana Ranaut: আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়, কেরিয়ারের সেরা সময় চলছে
কঙ্গনা রানাওয়াত

Follow Us

 

জয়ললিতার জীবনী নিয়ে ছবি ‘থালাইভি’তে নাম ভূমিকায় দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। থালাইভি মুক্তি পেয়েছিল বড় পর্দায়। সেখানে সেই ছবি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরবর্তীতে তা নিয়ে আসা হয় ওটিটি প্ল্যাটফর্মে। থালাইভিই একমাত্র হিন্দি ছবি যা একই সঙ্গে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমেও মুক্তি পেয়েছে।

ওটিটিতে অবশ্য থালাইভির রেসপন্স খারাপ নয়। কেমন লাগছে তাঁর? সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “নিজের কাজ নিজে করি আমি। আমার মধ্যে আলো আছে। অন্য কারওর আলোর দরকার হয় না। অবশ্যই আগের থেকে এখন আমি অনেক বেশি জনপ্রিয় আমি। কেরিয়ার সেরা সময় চলছে এ কথা অস্বীকার করব না।” বিজেপি ঘনিষ্ঠ কঙ্গনা জানিয়েছেন, ছবির জন্য বামপন্থীরাও তাঁর প্রশংসা করেছেন। তাঁর কথায়, “এ জন্যই বোধহয় বলে শিল্প সবাইকে একত্রিত করে।”

 

বলিউডে বহুদিন যাবৎ নিজেকে সুঅভিনেত্রী বলে চিহ্নিত করেছেন কঙ্গনা। কিন্তু মাঝেমধ্যেই তাঁর বিতর্কিত মন্তব্যে উথালপাথাল হয় নেটপাড়ায়। দিন কয়েক আগে আলিয়া ভাটকে এক বিজ্ঞাপনের কারণে দুষেছিলেন তিনি। তাঁর নিশানা থেকে বাদ যায় না এ রাজ্যের মুখ্যমন্ত্রীও। তাঁকে নিয়ে সমালোচনাও বিস্তর। কঙ্গনা যদিও দিন কাটান নিজের শর্তেই।

মাস কয়েক আগে টুইটারও তাঁকে ব্যান করেছে। এ নিয়ে দিন কয়েক আগে এক কপিল শর্মার রিয়ালিটি শো’য়ে মুখ খুলেছিলেন কঙ্গনা। তিনি বলেন, “যখন করোনা ছিল না তখন আমি ব্যস্ত ছিলাম। যখন কোভিড এল তখন টুইটারে হাজির হলাম। যেই লকডাউন উঠল টুইটার আমায় ব্যান করে দিল।” কঙ্গনা নিজে থেকেই জানান, সেখানে ছয় মাসের বেশি তিনি থাকতে পারেননি। তাঁর কথায়, “আমার বিরুদ্ধে এত মামলা হয়েছে… কম করে ২০০টা এফআইআর হয়েছে রোজ। তার পরেই টুইটার আমায় ব্যান করে দেয়।” যদিও টুইটার ব্যান করে দিলেও ইনস্টাগ্রামে বহাল তবিয়তে রয়েছেন অভিনেত্রী। যুক্ত হয়েছেন এ দেশের ‘টুইটার’ কু নামক একটি অ্যাপেও।

Next Article