Kangana Ranaut: ‘নগ্ন করে সারা দেহ স্পর্শ করত’, দুঃসহ অতীত নিয়ে অকপট কঙ্গনা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 25, 2022 | 8:51 PM

Kangana Ranaut: নিজের শো লকআপে কঙ্গনা জানান, তাঁর পাড়ারই এক দাদার কাছে যৌন হেনস্থার শিকার হতে হয় তাঁকে।

Kangana Ranaut: নগ্ন করে সারা দেহ স্পর্শ করত, দুঃসহ অতীত নিয়ে অকপট কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত।

Follow Us

ভয়ঙ্কর অতীতের মুখোমুখি হতে হয়েছিল কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। পাড়ার দাদার কাছে হেনস্থা হতে হয়েছিল তাঁকে। ছোটবেলার এক দুঃসহ স্মৃতি শেয়ার করলেন কঙ্গনা। অনেক ছেলেমেয়ের মতো ছোটবেলায় তিনিও যে গিয়েছেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

নিজের শো ‘লকআপে’ কঙ্গনা জানান, তাঁর পাড়ারই এক দাদার কাছে যৌন হেনস্থার শিকার হতে হয় তাঁকে। তাঁর কথায়, “আমাদের এলাকারই একটি ছেলে আমার বাজে ভাবে স্পর্শ করত। সে সময় আমি বুঝিনি এই স্পর্শের অর্থ কী? তোমার পরিবার যতোই তোমাকে রক্ষা করুক না কেন সব বাচ্চাদেরই তো জীবনের কোনও না কোনও সময়ে এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে।” ঘটনার বিবরণ দিতে গিয়ে কঙ্গনা বিশদে জানান, তাঁর থেকে সেই ছেলের বয়স তিন-চার বছর বেশি ছিল। কঙ্গনার কথায়, “আমাদের ডেকে পাঠাত। নগ্ন হতে বলত। তারপর আমাদের স্পর্শ করত। কিছুই বুঝতাম না। সমস্যা হল এই ঘটনা যার সঙ্গে হয় সেই ক্ষত আজীবন থেকে যায়। জীবন সমস্যায় জর্জরিত হয়। ভাল স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য বোঝানোই একটি শিশুর জন্য যথেষ্ট নয়।”

বহু বছর পর হঠাৎ করে কেন অতীত ঘুরে দেখলেন কঙ্গনা? শো’র এক প্রতিযোগী কমেডিয়ান মুনওয়ার ফারুকীও শেয়ার করেছেন ছোটবেলায় তাঁর সঙ্গে হওয়া অনুরূপ ঘটনার কথা। এ ক্ষেত্রে আবার মুনওয়ারকে হেনস্থা করা ব্যক্তি তাঁর পরিবারেরই। মুনাওয়ার বলেন, “আমি তখন বছর ছয়ের। ১১ বছর অবধি এই ঘটনা চলতে থাকে। আমার আত্মীয় ছিল ওরা। আমি কিছু বুঝতে পারতাম না। বাড়াবাড়ি হয়ে যাওয়ার পর ওরা বিষয়টি বন্ধ করে।” ঘটনার কথা কাউকে কোনওদিনও বলতে পারেননি মুনাওয়ার। বাবাকে বলতে চেয়েছিলেন, কিন্তু সে দিক থেকেও সাড়া মেলেনি। মুনাওয়ারের এই ঘটনাই কঙ্গনাকে ফিরিয়ে নিয়ে যায় অতীতে যেখানে দাদা হিসেবে ভালবেসেছিলেন যাকে সেই পাড়ার ছেলেটির কাছেই যৌন অত্যাচারের শিকার হতে হয় হিমাচলের কঙ্গনা রানাওয়াতকে।

 

আরও পড়ুন- Bharti Singh: মাথা ভর্তি ঘন চুল, এই প্রথম ছেলের ছবি প্রকাশ করলেন ভারতী সিং

আরও পড়ুন- Manisha Koirala: কাঠগড়ায় সুভাষ ঘাই, প্রতিহিংসার বশে নিজের মেয়েকে নিয়েই মিথ্যে রটান মনীষা কৈরালার মা!

Next Article
Ditipriya Roy: ‘ভাবতেই পারছি না…’, স্বপ্নপূরণের আরও কাছাকাছি দিতিপ্রিয়া, ৬ মে আসছে সুখবর
Samantha Ruth Prabhu: বিচ্ছেদের যন্ত্রণা সামলে এবার ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে সামান্থা?