AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karan Johar: হঠাৎই টুইটার ছাড়লেন করণ, মুছলেন অ্যাকাউন্ট, শেষ টুইটে লিখে গেলেন কী?

Karan Johar: ট্রোলারদের পছন্দের বিষয় করণ জোহর। বারেবারেই তাঁকে কটাক্ষের শিকার হতে হয়েছে। কখনও তিনি তকমা পেয়েছেন দাম্ভিক এক ব্যক্তির আবার কখনও বা তাঁর নামে অভিযোগ উঠেছে পক্ষপাতের।

Karan Johar: হঠাৎই টুইটার ছাড়লেন করণ, মুছলেন অ্যাকাউন্ট, শেষ টুইটে লিখে গেলেন কী?
মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে এই সেলেবের নাম। তাঁর সহ্গে বিটাউনের সম্পর্ক যে কতটা খারাপ তা আর বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কারণ প্রতিটা ক্ষেত্রে তিনি বলিউডের বিরুদ্ধে মুখ খুলে থাকেন।
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 8:30 PM
Share

আজ অর্থাৎ সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আর এই বিশেষ দিনেই হঠাৎই এক সিদ্ধান্ত নিলেন চিত্র পরিচালক করণ জোহর (Karan Johar)। আচমকাই টুইটারকে বিদায় জানালেন তিনি, নিষ্ক্রিয় করলেন অ্যাকাউন্টটিও। যাবার আগে শেষ টুইটে জানিয়ে গেলেন টুইটার ছাড়ার কারণ। যা পড়ে মন খারাপ ভক্তদেরও। ঘড়ির কাঁটা দুপুর তিনটে ছুঁতেই করণ লেখেন, “ইতিবাচকতার জন্য জায়গা খুঁজছি আর সে দিকে যাওয়ার জন্য এটিই আমার প্রথম পদক্ষেপ। বিদায় টুইটার।” অর্থাৎ টুইটার জুড়ে লাগাতার ট্রোলিংয়ের জেরেই যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁর শেষ টুইটেই এ কথা প্রায় সুস্পষ্ট।

ট্রোলারদের পছন্দের বিষয় করণ জোহর। বারেবারেই তাঁকে কটাক্ষের শিকার হতে হয়েছে। কখনও তিনি তকমা পেয়েছেন দাম্ভিক এক ব্যক্তির আবার কখনও বা তাঁর নামে অভিযোগ উঠেছে পক্ষপাতের। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তো তাঁকে তকমাই দিয়েছেন, ‘নেপোটিজমের ধ্বজাধারী হিসেবেও’। অভিযোগ, করণ স্টারকিডদের তাঁর ছবিতে সুযোগ দিয়ে থাকেন। সুযোগ যে দিয়ে থাকেন সে প্রমাণ আলিয়া ভাট। এমনকি স্টারকিড বরুণ ধাওয়ান, অনন্যা পান্ডে, অথবা রণবীর-কাপুর, শানায়া কাপুর– এঁরা প্রত্যেকেই কাজ করেছেন করণের সঙ্গে। ২০২০ সাল। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর পর যদি সবচেয়ে বেশি কাউকে ‘মিডিয়া ট্রায়াল’-এর মুখে পড়তে হয়ে থাকে, তিনি করণ জোহর। নেটিজেনদের একাংশ তো তাঁর বিরুদ্ধে আত্মহত্যার ষড়যন্ত্রের অভিযোগও এনেছিল। যদিও তদন্তে সিবিআই তাঁর বিরুদ্ধে এমন কোনও প্রমাণ পায়নি। অনেকেই আবার দাবি করেছিলেন, সুশান্তের বিরুদ্ধে চক্রান্তের কান্ডারী ছিলেন করণ। সে সময় চুপ ছিলেন করণ। টানা বেশ কয়েক মাস সোশ্যাল মিডিয়ায় একটি বাক্যও খরচ করেননি। সুশান্ত প্রয়াত হন ১৪জুন ২০২০। করণ গোটা জুলাই মাস চুপ থাকার পর ১৫ অগস্টা স্বাধীনতা দিবসের দিন একটি পোস্ট করেছিলেন।

কিন্তু সময়ের নিয়মে আবারও করণ ফিরে এসেছিলেন শো-বিজে। তাঁর প্রযোজিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করেছে। এমনকি তাঁর টক শো ‘কফি উইদ করণ’-এর শেষ সিজনও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কটাক্ষ হচ্ছে না যে এমনটা নয়, তবে পরিমাণ যে আগের থেকে কম এ কথা মেনে নেবেন খোদ পরিচালকই। তবু মানসিক স্বাস্থ্য দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম টুইটারকেই বিদায় জানালেন করণ। শান্তির খোঁজে শুরু হল তাঁর যাত্রা। মিলবে কি? উত্তর রয়েছে সময়ের হাতে।