Karishma Tanna: ‘স্কুপ’-এর জয়জয়কার; বুসানে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিলেন ভারতীয় অভিনেত্রী করিশ্মা
Busan Film Festival: ভারতীয় ক্রাইম রিপোর্টার জিগনা ভোরার জীবনকাহিনি বর্ণিত হয়েছিল 'স্কুপ' ওয়েব সিরিজ়ে। তাঁর লেখা বই 'বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ় ইন প্রিজ়ন' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিরিজ়টি। সাংবাদিক জ্যোতির্ময় দে'র হত্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। অভিযুক্ত হিসেবে জেল যেতে হয়েছিল জিগনা ভোরাকে।
দক্ষিণ কোরিয়ায় চলছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারতীয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক সুমন ঘোষও গিয়েছেন সেখানে। সেখানেই সেরা অভিনেত্রীর জন্য পুরস্কৃত হলেন বলিউডের অভিনেত্রী করিশ্মা তান্না। হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজ়ে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন করিশ্মা। এবং সেই চরিত্রের জন্যই বুসানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
বুসানে তিনিই ছিলেন একমাত্র ভারতীয়, যিনি দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন এবং দুটিতেই জিতেছেন। একটি সেরা অভিনেত্রী, অন্যটি সেরা ওয়েব সিরিজ়। বুসানের রেড কার্পেটে কালো শাড়ি পরে গিয়েছিলেন করিশ্মা। ভারতের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পোশাকেই। তিনি যেতেই সকলের নজর কেড়ে নেন।
ভারতীয় ক্রাইম রিপোর্টার জিগনা ভোরার জীবনকাহিনি বর্ণিত হয়েছিল ‘স্কুপ’ ওয়েব সিরিজ়ে। তাঁর লেখা বই ‘বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ় ইন প্রিজ়ন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিরিজ়টি। সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। অভিযুক্ত হিসেবে জেল যেতে হয়েছিল জিগনা ভোরাকে।
তাঁকেই হুবহু তুলে ধরেছেন করিশ্মা। বুসানে গিয়ে অভিনেত্রী বলেছেন, “বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে আমি অভিভূত। ‘স্কুপ’ ওয়েব সিরিজ়ে জাগ্রুতি পাঠক চরিত্রটিতে প্রাণ দেওয়া ছিল একটা বড়সড় চ্যালেঞ্জ। এই অ্যাওয়ার্ড আমার গোটা টিমের জন্য। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের জোরেই আজ এই সাফল্য এসেছে। এত ভালবাসা দেওয়ার জন্য আমি আমার অনুরাগীদের কাছে কৃতজ্ঞ। এ সব কৃতিত্বই ভবিষ্য়তে আরও অনেক ভাল কাজ করার অনুপ্রেরণা জুগিয়ে যাবে আমাকে।”