Katrina Kaif: বৌমা ক্যাটরিনার ‘মারের চোটে’ উচ্ছ্বসিত শ্বশুরমশাই!
Katrina Kaif: শ্যাম কৌশলকে চেনেন? তিনি যে শুধুমাত্র ক্যাটরিনা কাইফের শ্বশুর কিংবা ভিকি কৌশলের বাবা-- এমনটা কিন্তু নয়। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি বলিউডে বিখ্যাত স্টান্ট ডিরেক্টর। সেই শ্যামই এবার ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ। সদ্য মুক্তি পেয়েছে 'টাইগার থ্রি'।
শ্যাম কৌশলকে চেনেন? তিনি যে শুধুমাত্র ক্যাটরিনা কাইফের শ্বশুর কিংবা ভিকি কৌশলের বাবা– এমনটা কিন্তু নয়। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি বলিউডে বিখ্যাত স্টান্ট ডিরেক্টর। সেই শ্যামই এবার ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ। সদ্য মুক্তি পেয়েছে ‘টাইগার থ্রি’। ওই ছবিতে সলমন খানের পাশাপাশি অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফও। ছবিতে তাঁর মারকাটারি অ্যাকশন দৃশ্য দেখে যখন সকলে ধন্য ধন্য করছেন তখন বাদ নেই শ্যাম কৌশলও। তিনি নিজে স্টান্ট ডিরেক্টর। বৌমা যেভাবে নিখুঁত স্টান্ট করেছেন তাতে আপ্লুত তিনি। ক্যাটরিনার কথায়, “শ্যামজি, মানে আমার শ্বশুর মশাই। তিনি ইন্ডাস্টড়ির একজন বর্ষীয়ান স্টান্ট পরিচালক। জোয়ার (সিনেমাতে ক্যাটরিনার নাম) কাজের প্রশংসা শুনে তিনি দারুণ খুশি। উনি নিজে আমাকে বলেছেন, ‘তোমার জন্য আমার গর্বে বুক ফুলে যাচ্ছে।’ আমার জন্য গোটা বিষয়টা বেশ গর্বের।ভিকি নিজেও জানিয়েছে, ছবিটা ওরও বেশ ভাল লেগেছে। জোয়ার চরিত্রকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে এই ছবিতে।”
দীপাবলিতে মুক্তু পেয়েছিলে ‘টাইগার থ্রি’। প্রথম দিনেই পায় ৪০ লক্ষের কাছাকাছি ব্যবসা করেছিল এই ছবি। বক্স অফিসে ইতিমধ্যেই এই ছবি সুপারহিট। সব মিলিয়ে রিভিউও মন্দ নয়। ইমরান হাসমিকে এই ছবিতে এক নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে। অনেকেরই মতে ওই চরিত্রে এতটাই ভাল ইমরান যে তাঁর অভিনয় কখনও কখনও ছাপিয়ে গিয়েছে সলমনকেও। এখানেই কিন্তু চমকের শেষ নয়। ছবিতে বিশেষ দৃশ্যে রয়েছে শাহরুখ খানও। কে বলতে পারে? সিনেমার শেষে দেখা মিলতে পারে হৃতিক রোশনেরও।