Koffee With Karan: উপহারের প্যান্ডোরা বক্স, গয়না থেকে আইফোন… কী-কী থাকে করণের গিফটের ঝুলিতে

Unknow Facts: করণেই উপহারের তালিকা শো-তে কারুর চোখে পড়ে না। শুধু দর্শকদের মনে থেকে যায় একটি কৌতুহল। কী আছে এই উপহারের বাক্সতে!

Koffee With Karan:  উপহারের প্যান্ডোরা বক্স, গয়না থেকে আইফোন... কী-কী থাকে করণের গিফটের ঝুলিতে
কফি ইউখ করণ সিজন ৭
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 3:54 PM

কফি উইথ করণ শো বর্তমানে টিভির পর্দায় নয়, ওটিটি-তে সম্প্রচারিত হচ্ছে। প্রথম থেকে তা ঘিরে শুরু হয়েছিল জল্পনা। ওটিটি-তে বলে না কি বহুস্টার করণের শো-তে আসতে চাইছেন না। এই চ্যাট শো-এর একটি মজার প্রোমো ভিডিয়োও বানাতে দেখা গিয়েছিল করণ জোহরকে। যেখানে তিনি সব সেলেবদের হাতে পায়ে ধরে ধরে অনুরোধ করছে তাঁর চ্যাট শো-তে আসার জন্য। কেউ রাজি না থাকায় একের পর এক উপহার, নগদ টাকা, কখনও কখনও সিনেমাতে নেওয়ার প্রতিশ্রুতিও দিতে দেখা যাচ্ছে। তবে করণেই উপহারের তালিকা শো-তে কারুর চোখে পড়ে না। শুধু দর্শকদের মনে থেকে যায় একটি কৌতুহল।

ব়্যাপিড ফায়ার রাউন্ডে কেউ যদি করণের মন জয় করে নিতে পারে, তবে না কি সে পেয়ে যাবে আকর্ষণীয় উপহার। তবে তাঁর উত্তর করণের মনের মত হতে হবে সেক্ষেত্রে। ঝটপট মন খুলে স প্রশ্নের উত্তর দিয়ে যদি করণের মন জয় করে নেওয়া যায় তবে মুহূর্তে একটি উপহারে ভরা রহস্য বক্স করণ তুলে দেন অতিথিদের হাতে। তবে সেই বাক্সে ঠিক কী-কী উপহার আছে কারুরই জানা নেই। সেই নিয়ে হাজার একটা প্রশ্ন ভক্তদের মনে বর্তমান। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বাক্সে থাকা দামী উপহারের তালিকা।

করণের এই গিফট বাক্সে রয়েছে তানি গয়না, মার্শাল অ্যাকশন ২ স্পিকার, অ্যামাজন অ্যালেক্সা ১০, অডি মোবাইল কফি মেকার, ভাহদাম টি মেকার, নিউহাস চকোলেট, খোয়া সুইটস, আইফোন ১৩ ও জো মালোন। বিলাসবহুল উপহারের তালিকা রীতিমত চমকে দেয় দর্শকদের। ফলে করণ জোহর যে তোপ দিয়েছিলেন সেলেবদের, তা যে খুব একটা মিথ্যে নয়, বেশ কিছুটা স্পষ্ট হয়ে যায়। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে উপহারের তালিকা। একাধিক দামী উপহারে ঠাঁসা বক্সের অন্দরমহলে থাকা একগুচ্ছ পছন্দের জিনিস। তবে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হলেও, সকলের দাবি করণ জোহর নিজেই প্রকাশ্যে এই উপহারের বাক্স খুলে রহস্য ভেদ করুন। যদিও বিগত কয়েকটি পর্বে করণ সেই প্রসঙ্গে একটি কথাও বলেলনি।