বিরাট কোহালির সঙ্গে সুখের সংসার তাঁর। এই বছরেই মা-ও হয়েছেন তিনি। এ হেন অনুষ্কা শর্মাকে বিয়ে করতে চাইলেন বলিউডেরই এক অভিনেতা কুনাল কাপুর। সম্প্রতি করণ জোহরের সঙ্গে এক চ্যাট শো’তে এমনটাই জানালেন কুনাল। হটস্টারে দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে কুনাল কাপুর, দিনো মোরিয়া ও দ্রষ্টি ধামি অভিনীত ওয়েব সিরিজ দ্য এম্পায়ার। সেই উপলক্ষেই করণ জোহরের জনপ্রিয় রিয়ালিটি শো কফি উইদ করণের মিনি ভার্সন কফি শটস উইদ করণে হাজির হয়েছিলেন তাঁরা। সেখানেই একের পর এক প্রশ্নবাণে ওই তিন তারকাকে জর্জরিত করেন করণ।
র্যাপিড ফায়ারে দ্রষ্টিকে করণ প্রশ্ন করেন, ভিভিয়ান ডি সেনা, গুরমিত চৌধুরী ও দিনো মোরিয়া — তাঁর তিন সহঅভিনেতার মধ্যে কার মস্তক ছেদ, কাকে কারাবন্দী ও কাকে বিয়ে করতে চান দ্রষ্টি? উত্তরে অভিনেত্রী বলেন, তিনি বিয়ে করতে চান দিনো মোরিয়াকে, মাথা কাটতে চান ভিভিয়ানের ও লকআপে বন্দি করতে চান গুরমীতকে। একই প্রশ্ন করা হয় কুনালকেও। তাঁকেও দেওয়া হয় তিন অভিনেত্রীর নাম। তাঁরা হলেন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও অনুষ্কা শর্মা।
কুনাল জানান, অনুষ্কাকে বিয়ে করতে চান তিনি, দীপিকাকে কারাবন্দী ও আলিয়ার মুন্ডছেদ করতে চান কুনাল। কেন এই বেছে নেওয়া? সে কারণও সবিস্তারে জানিয়েছেন কুনাল। তিনি খানিক রসিকতার ছলেই বলেন, “আলিয়ার মাথা কাটতে চাই হিংসায়। এত গুণী ও। দীপিকাকে কারাবন্দী করতে চাই কারণ সমস্ত মূল্যবান ও সুন্দর জিনিস লকআপেই রাখা উচিত।” এর পরেই কুনাল যোগ করেন, “অনুষ্কাকেই বিয়ে করার ইচ্ছে, কিন্তু তাই যদি হয় বিরাট আমার মাথা কেটে ফেলবে”। নিখিল আডবাণীর এই সিরিজ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। ওই সিরিজে অভিনয় করেছেন শাবানা আজমিও। উর্দু উচ্চারণ ঠিক করতে শাবানাই ছিলেন তাঁদের একমাত্র ভরসা সে কথাই জানিয়েছেন দ্রষ্টি।
 
একদিকে এই তিন অভিনেতার সঙ্গে খুনসুটি, অন্যদিকে বিগবস ওটিটির সঞ্চালনা। সম্প্রতি ওই শো-য়েই প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু নিয়ে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন তিনি। গলা ধরে আসে তাঁর। কিছুদিন আগে অভিনেতার মায়ের স্পাইনাল সার্জারি এবং হাঁটুর অস্ত্রোপচার হয়। পারিবারিক এই বিপর্যয়ের মধ্যেও পেশাদার জগতে নিজের কাজ চালিয়ে গিয়েছেন করণ। পাঁচ বছর পর পরিচালনায় ফিরেছেন। প্রথম শিডিউলের শুটিং শুরু হতে চলেছে।
২০১৬-এ মুক্তি পেয়েছিল করণ পরিচালিত শেষ ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। অনুষ্কা শর্মা, রণবীর কাপুর, ঐশ্বর্যা রাই বচ্চন, ফাওয়াদ খান অভিনয় করেছিলেন সে ছবিতে। ২০২০তে রণবীর সিং, করিনা কাপুর খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডেনকর, জাহ্নবী কাপুর, অনিল কাপুরকে নিয়ে ‘তখত’-এর ঘোষণা করেছিলেন করণ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে ছবির কাজ পিছিয়ে যায়। গত এক বছরে ওয়েব অ্যান্থোলজি ‘লাস্ট স্টোরিজ’ এবং ‘ঘোস্ট স্টোরিজ’-এর একটি করে গল্প পরিচালনা করেছেন তিনি। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা করছেন তিনি। কিন্তু গত পাঁচ বছরে ছবি পরিচালনা করেননি। স্ক্রিনে প্রেমের ম্যাজিক দেখান করণ জোহর। তাঁর প্রতিটি ছবি যেন প্রেমগাথা। আর সে সব প্রেমের গল্পের হিরো-হিরোইনরা তাতে হাবুডুবু খান। প্রয়োজনে শিল্পীদের নাস্তানাবুদ করতেও ছাড়েন না তিনি।