পায়েল রোহত্যাগীর উপর বেজায় চটে গেলেন কঙ্গনা রানাওয়াত। অসহ্য, বিরক্তিকর… কোনও ‘বিশেষণ’ই যেন বাদ দিলেন না কঙ্গনা। কিন্তু কেন? কী করেছেন পায়েল?
কঙ্গনার রিয়ালিটি শো ‘লক আপ’-এ এই মুহূর্তে বন্দি পায়েল। তাঁকে নেত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু বেশ কিছু দিন যাবৎ পায়েলের ‘একনায়কতন্ত্র’ মোটেও ভাল ভাবে নিচ্ছেন না রিয়ালিটি শো’র বাদবাকি প্রতিযোগী। ব্যাপার চোখ এড়ায়নি কঙ্গনারও। তিনি পায়েলকে বলেন, “এই যে তুমি পতাকা নিয়ে ঘুরে বেড়াও আমি লিডার, আমিই লিডার… তোমায় জানিয়ে রাখি একজন প্রকৃত নেত্রী কিন্তু কখনও এমনটা করেন না।” পায়েল নিজের স্বপক্ষে যুক্তি দিতে শুরু করলেই তাঁকে মাঝপথে থামিয়ে দিয়ে কঙ্গনা ফের যোগ করেন, “নেত্রীর সংজ্ঞা তুমি আমাকে শিখিয়ো না পায়েল। কেউ এভাবে শুধু নিজের কথা ভেবে নেত্রী হয় নাকি?”
পায়েলের পাল্টা জবাব, কঙ্গনা যদি মনে করেন তাহলে তাঁর জায়গায় অন্য কাউকে নেত্রী হিসেবে নির্বাচন করতে পারেন। পায়েলের এই কথায় আরও রেগে কঙ্গনা। তিনি যোগ করেন, “কাকে রাখব কাকে রাখব না সেটা তুমি বলার কে? এই শো তোমার না”। এখানেই থামেননি কঙ্গনা। তিনি আরও যোগ করেন, “পায়েল তুমি ভীষণ বিরক্তিকর, অসহ্য, অসহনীয় একজন ব্যক্তি। বিনোদনের কথা বাদ দাও। তোমাকে এই শো’তে দেখাই বড় বেশি অস্বস্তিজনক। আমি আমার ধৈর্য হারিয়ে ফেলছি।”
প্রসঙ্গত, পায়েল ও কঙ্গনার সম্পর্ক প্রথম থেকেই যে খারাপ এমন নয়। বাংলায় বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন দুজনেই। তবে বর্তমানে চিত্রটা আলাদা। পায়েলের উপর বিরক্ত ঘরের অধিকাংশ সদস্য। কঙ্গনাও মেজাজ হারালেন। এই ঘটনা কি প্রভাব ফেলবে লক আপে পায়েলের স্থায়িত্ব নিয়ে? তার উত্তর অবশ্য দেবে ‘সময়’।