Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaika Arora: ‘এত জিম করে কী লাভ?’ শরীর থেকে শাড়ি সরতেই ট্রোলের শিকার মালাইকা

Viral Video: হট বোল্ড মালাইকার বেলি ফ্যাট যেন মেনে নিতে পারল না তাঁর ভক্তমহলে। ফলে আরও একবার ট্রোলের শিকার তিনি। যদিও মালাইকাকে যে ট্রোল স্পর্শ করে না, তার উত্তর একাধিকবার দিয়েছেন তিনি।

Malaika Arora: 'এত জিম করে কী লাভ?' শরীর থেকে শাড়ি সরতেই ট্রোলের শিকার মালাইকা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 2:59 PM

মালাইকা আরোরা, বরাবরই বলিউডের চর্চিত সেলেব। যাঁর প্রতিটা পদক্ষেপে বিতর্ক ভিড় জমিয়ে থাকে। ট্রোল তাঁর নিত্য সঙ্গী। কখনও তাঁর হাঁটার ধরন, কখনও আবার তাঁর সম্পর্ক, কিছু না কিছুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠেন তিনি। নিত্যদিন পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হতে দেখা যায় তাঁকে। যার অধিকাংশ ছবিই প্রকাশ্যে আসে জিমে যাওয়া ও আসার পথের মাঝে। কিন্তু নিত্য জিমে গিয়ে হচ্ছেটা কী? এবার প্রশ্ন তুলল নেটদুনিয়া। হঠাৎ কী এমন ঘটল? মালাইকা আরোরাকে দেখা গেল, শুটের মাঝেই ভক্তেদর সঙ্গে ছবি তুলতে। পরণে ছিল লাল রঙা শাড়ি। হাওয়ায় তা উড়তেই চোখে পড়ল মালাইকার বেলিফ্যাট। তাতেই চোখ আটকে নেটিজ়েনদের।

প্রতি নিয়ত এত শরীর চর্চা করে তবে লাভ কী হচ্ছে, প্রশ্ন করে বসল নেট দুনিয়ার একাংশ। ঝড়ের গতিতে ভাইরাল হল ভিডিয়ো। মালাইকা আরোরা, ৫০শের দরজায় দাঁড়িয়েও ফিটনেস কুইন তিনি। যেভাবে নিজেকে ধরে রেখেছেন তিনি, তা সকলের কাছে আদর্শ। সকলের মনেই কৌতুহলের পারদ ছিল তুঙ্গে, কী খান মালাইকা, কীভাবে নিজেকে ধরে রাখেন তিনি, তাঁর রূপের রহস্য কোথায়? তবে এবার যেন অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না।

হট বোল্ড মালাইকার বেলি ফ্যাট যেন মেনে নিতে পারল না তাঁর ভক্তমহলে। ফলে আরও একবার ট্রোলের শিকার তিনি। যদিও মালাইকাকে যে ট্রোল স্পর্শ করে না, তার উত্তর একাধিকবার দিয়েছেন তিনি। সম্প্রতি এক স্ট্যান্ডআপ কমেডি শোয়ে তিনি নিজেই নিজেকে নিয়ে ঠাট্টা করেন। আবার করণ জোহরও একবার মালাইকার শোয়ে এসে তাঁকে বুঝিয়ে দেন, যে তিনি ঠিক কী কী কারণে ট্রোল হয়ে থাকেন, যা নিয়ে বিন্দু মাত্র মাথাব্যথা দেখাননি মালাইকা আরোরা।