দীর্ঘ অপেক্ষার অবসান। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের শেষ সিজন ফিরছে। গত মে মাসে ঘোষণা হল ‘মানি হাইস্ট’ পঞ্চম সিজনের রিলিজ ডেট। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ঘোষণা হয় রিলিজের তারিখ। গোটা টিজারে রয়েছে সুখ এবং দুঃখের মুহর্তের এক অনবদ্য মিশেল। একটি চেয়ারে মাথা এলিয়ে রয়েছেন প্রফেসর যা আপনাকে ভাবাতে থাকে যে অ্যালিসিয়া সিয়েরা সার্জিওকে পরাস্ত করতে এবং তাঁকে গ্রেফতার করতে কি সক্ষম হয়েছে?
তবে আজ মানি হাইস্ট ট্রেলার ডেট রিলিজ ঘোষণা করে যে ভিডিয়োটি রিলিজ হল তাতে পরিষ্কার হল যে হ্যাঁ, চেন বাঁধা অবস্থায় সার্জিওকে গ্রেফতার করেচেন অ্যালিসিয়া। ২৭ সেকেন্ডের ভি়ডিয়োর শেষে ঘোষণা হল ২রা অগাস্ট রিলিজ করছে মানি হাইস্ট পঞ্চম পার্টের ট্রেলার।
৫টি সিজনে ভাগ করা হয়েছে ‘মানি হাইস্ট’ ওয়েব সিরিজটি। তবে শেষ সিজনের দুই পর্ব। প্রথম পর্বটি ৩ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ৩ ডিসেম্বর প্রিমিয়ার হবে।
‘মানি হাইস্ট’ সিজন-৫ সম্পর্কে কথা বলতে গিয়ে স্রষ্টা অ্যালেক্স পিনা এক বিবৃতিতে বলেছিলেন, “আমরা যখন মহামারীর মাঝে সিজন ৫ লিখতে শুরু করি তখন আমরা অনুভব করেছি যে দশ পর্বের সিজন থেকে প্রত্যাশিতভাবে আমাদের পরিবর্তন করতে হয়েছিল এবং তার জন্য আমরা সব কিছু করেছি। প্রথম পর্বে আমরা আমরা এটাকে আরও সেনসেশন আরও আক্রমণাত্মক করে তুলেছি। দ্বিতীয় পর্বে আমরা চরিত্রগুলোর সংবেদনশীল পরিস্থিতির উপর আরও বেশি ফোকাস করি। এটি তাঁদের সংবেদনশীল মানচিত্রের এক যাত্রা যা আমাদের সরাসরি তাঁদের প্রস্থানের সঙ্গে কানেক্ট করে।”
দীর্ঘ অপেক্ষার অবসান। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের শেষ সিজন ফিরছে। গত মে মাসে ঘোষণা হল ‘মানি হাইস্ট’ পঞ্চম সিজনের রিলিজ ডেট। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ঘোষণা হয় রিলিজের তারিখ। গোটা টিজারে রয়েছে সুখ এবং দুঃখের মুহর্তের এক অনবদ্য মিশেল। একটি চেয়ারে মাথা এলিয়ে রয়েছেন প্রফেসর যা আপনাকে ভাবাতে থাকে যে অ্যালিসিয়া সিয়েরা সার্জিওকে পরাস্ত করতে এবং তাঁকে গ্রেফতার করতে কি সক্ষম হয়েছে?
তবে আজ মানি হাইস্ট ট্রেলার ডেট রিলিজ ঘোষণা করে যে ভিডিয়োটি রিলিজ হল তাতে পরিষ্কার হল যে হ্যাঁ, চেন বাঁধা অবস্থায় সার্জিওকে গ্রেফতার করেচেন অ্যালিসিয়া। ২৭ সেকেন্ডের ভি়ডিয়োর শেষে ঘোষণা হল ২রা অগাস্ট রিলিজ করছে মানি হাইস্ট পঞ্চম পার্টের ট্রেলার।
৫টি সিজনে ভাগ করা হয়েছে ‘মানি হাইস্ট’ ওয়েব সিরিজটি। তবে শেষ সিজনের দুই পর্ব। প্রথম পর্বটি ৩ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ৩ ডিসেম্বর প্রিমিয়ার হবে।
‘মানি হাইস্ট’ সিজন-৫ সম্পর্কে কথা বলতে গিয়ে স্রষ্টা অ্যালেক্স পিনা এক বিবৃতিতে বলেছিলেন, “আমরা যখন মহামারীর মাঝে সিজন ৫ লিখতে শুরু করি তখন আমরা অনুভব করেছি যে দশ পর্বের সিজন থেকে প্রত্যাশিতভাবে আমাদের পরিবর্তন করতে হয়েছিল এবং তার জন্য আমরা সব কিছু করেছি। প্রথম পর্বে আমরা আমরা এটাকে আরও সেনসেশন আরও আক্রমণাত্মক করে তুলেছি। দ্বিতীয় পর্বে আমরা চরিত্রগুলোর সংবেদনশীল পরিস্থিতির উপর আরও বেশি ফোকাস করি। এটি তাঁদের সংবেদনশীল মানচিত্রের এক যাত্রা যা আমাদের সরাসরি তাঁদের প্রস্থানের সঙ্গে কানেক্ট করে।”